শিলিগুড়ির মূলত হিলকার্ট রোড, সেবক রোড, বর্ধমান রোড এবং বিধান রোডে কোনো নম্বরপ্লেটহীন টোটো চলবে না। সেই নির্দেশিকা মতো মাইকিংও করা হয়। তারপরও আজ শহরের মূল রাস্তায় নামে একাধীক টোটো। পূর্ব ঘোষণা মতোই আজ অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ কর্মীরা। চলে ব্যাপক ধরপাকড়। হাসমি চক, মহাত্মা গান্ধী মোড় সহ একাধীক জনবহুল এলাকায় চলে পুলিশি অভিযান। শহরজুড়ে পুলিশি অভিযানে আটক করা হয় প্রচুর টোটো। বৈধ নথি কেউই দেখাতে পারেনি।
advertisement
শিলিগুড়িতে দিন দিন বেড়েই চলছে টোটোর সংখ্যা। লাগাম টানতে এর আগে TIN নম্বর দেওয়া হয়। শহরের দূষণ কমাতেও পুরনো টোটো বাজেয়াপ্ত করে গুঁড়িয়ে ফেলা হয়। তারপর টোটোর রেজিস্ট্রেশনের হিড়িক পড়ে যায়। বছর কয়েক আগেই টোটোর দৌরাত্ম্য কমাতে উদ্যোগী হয় মহকুমা প্রশাসন। দেওয়া হয় TIN নম্বর। সেইসময়ই নির্দেশিকা জারি করা হয় শহরের প্রধান রাস্তাগুলোতে নম্বরপ্লেটহীন টোটো চলবে না। মাঝে মধ্যে ট্র্যাফিক পুলিশ অভিযানে নামে। চলে ধরপাকড়। তারপর সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই থাকে।
আবার অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ। দিন কয়েক আগে শহরের সিটি অটো চালকদের সংগঠনও টোটোর দৌরাত্ম্য নিয়ে অভিযোগ জানিয়েছিল। শহরের গতি বাড়াতে অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ। লাগাতার অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Partha Sarkar