সে আট হক বা আশি, প্রত্যেকের চাহিদার তালিকায় কিন্তু রয়েছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক বা বেঙ্গল সাফারি পার্ক। এই পার্ক উত্তরের পর্যটনে আলাদা মাত্রা এনে দিয়েছে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আর এবার সেই উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিল পার্ক কর্তৃপক্ষ। শুক্রবার অর্থাৎ আজ থেকেই চালু হচ্ছে জিপ লাইন (Zipline) ও বার্মা ব্রিজ (Burma Bridge)। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের আর ছুটে যেতে হবে না অন্য কোথাও। এবার বেঙ্গল সাফারি পার্কেই এবার অ্যাডভেঞ্চারের সুযোগ মিলবে পর্যটকদের। থাকবে টানটান উত্তেজনাও।
advertisement
কী এই জিপ লাইন (zipline)? কি এই জিপ লাইন (Zipline)? পর্যটকরা নিজেকে দড়িতে ঝুলিয়ে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন। আরেক মজার খেলা বার্মা ব্রিজ (Burma Bridge)। এটা হল ৬০ ফুট উচ্চতায় সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি একটি ব্রিজ, যার একপ্রান্ত থেকে হেঁটে অপর প্রান্তে যেতে হবে পর্যটকদের।
আরও পড়ুন - Weather Alert: আরও চড়বে তাপমাত্রার পারদ, বইবে লু, জেনে নিন পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট
এই জিপ লাইনের দুটো ভাগ রয়েছে। একটি ৫৬ মিটার দৈর্ঘ্যের ছোট জিপ লাইন। আর একটি ৭৬ মিটার লম্বা বড় জিপ লাইন। এই অ্যাডভেঞ্চার স্পোর্টস দুটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জ্যু অথরিটি (zoo authority)।
খরচ কত? জানা গিয়েছে, পর্যটকরা স্বল্প খরচেই আনন্দ উপভোগ করতে পারবেন। কম্বো প্যাকে (combo pack) খরচ হবে মাত্র ৩০০ টাকা। যেকোনও একটিকে উপভোগ করতে খরচ হবে ১০০ টাকা। অনলাইন অফলাইন উভয়েই টিকিট বুকিং করা যাবে। ১২ বছরের ঊর্ধ্বে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি উপভোগ করা যাবে।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপার কথায়, 'আগামীতে আরও দুটি এমন খেলা চালু করার কথা রয়েছে। সেজন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। সকলে যাতে উত্তরের এই পার্কে আসেন, তাই এই উদ্যোগ।'
Vaskar Chakraborty