শিলিগুড়ি জংশন এবং প্রধাননগর এলাকায় যৌথভাবে অভিযানে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্বাস্থ্য কর্তারা। অভিযানে নেমে রীতিমতো ধরা পড়ল উলটো ছবি! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে সে সবই। প্রকাশ্যে ধূমপান বা গুটখা খাওয়া তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিষিদ্ধ। এই আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা পর্যন্ত হতে পারে। এদিন শিলিগুড়িতে অভিযান চালিয়ে ১৫ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সোনা, রুপো কিংবা অক্সিডাইজড নয়! এবারের পুজোয় বাজার কাঁপাচ্ছে ‘এই’ গয়না, দামে কম, মানেও ভাল
তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গকারীদের অন-স্পট ফাইন দিতে দিয়েছে। অর্থাৎ ওই ১৫ জনের বিরুদ্ধে আর্থিক জরিমানা করেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্বাস্থ্য কর্তারা। এদিন রাস্তায় যাদের জরিমানা করা হল তারা জানাচ্ছেন, এই আইন কিংবা নিয়ম সম্পর্কে তারা জানতেন না। তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সকলকে অবগত করতে প্রশাসনের এমন পদক্ষেপ প্রয়োজন। তাই এই অভিযান ধারাবাহিকভাবে জারি থাকবে। এমনকি পুজার সময়েও মণ্ডপে মণ্ডপে অভিযান চালানো হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।