TRENDING:

সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! ধরা পড়তেই সাফাই...! জানুন

Last Updated:

সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! রোগী দেখা থেকে শুরু করে করছেন চিকিৎসার প্রেসক্রিপশন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: চিকিৎসা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ তুলতে দেখা যায় রোগী ও তার পরিজনদের। কখনও চিকিৎসক না থাকা, আবার কখনও চিকিৎসক থেকেও চিকিৎসা না করা ইত্যাদি অভিযোগ তো আছেই। এছাড়াও চিকিৎসা ব্যবস্থায় পরিকাঠামো গত নানা সমস্যার অভিযোগও তুলতে দেখা যায় অনেক সময়। তবে এবার যে অভিযোগ সামনে এল তার রীতিমতো চমকে দেওয়ার। কেননা এবার সেই ছবি ধরা পড়ল, যেখানে দেখা যাচ্ছে এক আয়ুর্বেদিক চিকিৎসক চিকিৎসা করছেন অ্যালোপ্যাথিক।
সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা
সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা
advertisement

সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! রোগী দেখা থেকে শুরু করে করছেন চিকিৎসার প্রেসক্রিপশন! ফাঁসিদেওয়ার বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা! প্রতিদিন আউটডোরে গতপ্রতি ৩০০ জন রোগীর চিকিৎসা হয়। এমনিতেই চিকিৎসকের অভাব থাকলেও চলে চিকিৎসা! এরই মাঝে অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবা করছেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক। যা নিয়ে আতঙ্কে রোগী ও রোগীর পরিজনেরা।

advertisement

আরও পড়ুন: পুজোর আগেই দারুণ খবর, এবার কম খরচে আরও সহজে হবে বিদেশ ভ্রমণ! একসঙ্গে ঘোরা যাবে নেপাল-ভুটান, জানুন

আয়ুর্বেদিক চিকিৎসক কীভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবা করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রোগীদের মধ্যেই। যদি চিকিৎসক ডঃ রাহুল বনিক জানান, “আয়ুর্বেদিক চিকিৎসক হলেও অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারি। ইন্টার্নশিপের সময় অ্যালোপ্যাথিক ছিল এবং চিকিৎসা সেবা করতে অসুবিধা হচ্ছে না।”

advertisement

আরও পড়ুন: ৪৫০০ টাকা কেজি উটের দুধের চা বানাচ্ছেন বীরভূমের দোকানদার! কোথায়, কত দাম? জানুন উপকারিতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ শাহিনুর ইসলাম জানিয়েছেন, উনি ওখানের দায়িত্বে। ঘটনার বিষয়টি তাঁর জানা ছিল না। উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়া হবে তা উধ্বর্তন কর্তৃপক্ষ ঠিক করবে। চিকিৎসকের অভাবজনিত কারণে এই সমস্যা হচ্ছে। মাত্র দু’জন চিকিৎসক দিয়ে পরিষেবা সামাল দেওয়া সম্ভব নয়। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক তথা প্রাক্তন ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত টেলিফোনে জানান, কোনওভাবেই আয়ুর্বেদিক চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারেন না।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! ধরা পড়তেই সাফাই...! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল