একইসঙ্গে ভোটদানের গতি ধীর বলেও মন্তব্য করেন গৌতম দেব।সারাদিন বুথে বুথে ঘুরে নির্বাচন প্রক্রিয়া ঘুরে দেখবেন বলে জানান তৃণমূল প্রার্থী। উত্তরবঙ্গে ভোট নিয়ে আত্মবিশ্বাসী গৌতম বলেন এখনও পর্যন্ত পরিস্থিতি ভালোই। মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে। কোনও অশান্তির খবর নেই। একইসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন লোকসভা নির্বাচনের ফলাফলের প্রতিফলন বিধানসভায় পড়বে না বলেই তাঁর বিশ্বাস।
advertisement
প্রসঙ্গত ফুলবাড়ি কেন্দ্রে গৌতম দেবের প্রধান প্রতিপক্ষ তাঁর একসময়ের সতীর্থ শিখা চট্টোপাধ্যায়। একুশের নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী তিনি। গত বিধানসভা নির্বাচনেও দলীয় প্রার্থী গৌতম দেবের (Gautam Deb) হয়ে গলা ফাটিয়ে ছিলেন শিখা। ভোটারদের বুঝিয়েছিলেন তৃণমূল ক্ষমতায় এলে মানুষের সার্বিক উন্নয়ন হবে। সেই তিনিই এবার হাড্ডাহাড্ডি লড়াইতে গৌতম দেবের বিরুদ্ধে। যদিও বিজেপি বা সংযুক্ত মোর্চা, কাউকেই গুরুত্ব দিচ্ছেন না বিদায়ী মন্ত্রী গৌতম দেব। গৌতমবাবু মনে করেন, তিনি সারা বছর মানুষের সঙ্গে থেকেছেন, রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করেছে গত ৫ বছর। তারই নিরিখে ভোট পড়বে ইভিএমে।
অন্যদিকে এদিন সকাল সকাল ভোট দিলেন শিলিগুড়ি বিধানসভার সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷ নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন তিনি ৷ "শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। "ভোট দিয়ে এমনই জানালেন বাম নেতা অশোক ভট্টাচার্য ৷ এবারের ভোটে অন্যতম নজরে শিলিগুড়ি।