TRENDING:

BJP Mla Arrest: 'করোনা রুখতে ব্যর্থ রাজ্য', নিয়ম ভেঙে বিক্ষোভ দেখানোয় আটক ৩ BJP বিধায়ক!

Last Updated:

শিলিগুড়ির হাসমিচকে অবস্থানে বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন এবং ডাবগ্রামের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: তিন বিজেপি বিধায়ক আটক শিলিগুড়িতে! লকডাউন উপেক্ষা করে অবস্থান, বিক্ষোভ চালানোর অভিযোগে আটক। শিলিগুড়ির হাসমিচক থেকে আটক করা হয় তাঁদের। শিলিগুড়িতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের গ্রাফ। গড়ে পুরসভা এলাকাতেই আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকছে ৪০০ থেকে ৫০০-তে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অথচ উদাসীন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পুরসভার নবগঠিত প্রশাসক মণ্ডলী। কোনো হেলদোলঅ নেই পুর প্রশাসকের। এই অভিযোগ তুলে আজ শিলিগুড়ির হাসমিচকে অবস্থানে বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন এবং ডাবগ্রামের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। কোভিড নিয়ে প্রশাসনিক কোনো বৈঠকেই ডাকা হচ্ছে না নির্বাচিত প্রতিনিধিদের। অভিযোগ গেরুয়া শিবিরের বিধায়কদের। প্রতিবাদেই আজ অবস্থানে বসে তারা।
advertisement

শিলিগুড়ি থানার আইসি গিয়ে কথা বলেন বিধায়কদের সঙ্গে। কিন্তু তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়ায় পুলিশ লকডাউন আইন ভাঙায় তিন বিজেপি বিধায়ককে আটক করে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এভাবে থামানো যাবে না। সাধারন মানুষ আমাদের জিতিয়েছেন। তাদের কি জবাব দেব? প্রশাসনিক বৈঠকে ডাকা না হলে আন্দোলন জারি থাকবে সাধারন বাদিন্দাদের সঙ্গে নিয়ে। যেভাবে আজ নার্সিংহোমগুলো চিকিৎসার নামে রোগীর পরিবারের লোকেদের কাছ থেকে টাকা লুফে নিচ্ছে। তবুও নির্বিকার প্রশাসন। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো আমরা। চিকিৎসায় সুব্যবস্থা চালু করতে হবে। অন্যদিকে তিন বিধায়কের এহেন অবস্থান, বিক্ষোভকে কটাক্ষ তৃণমূলের। তাদের কথায়, "লোক দেখানো অবস্থান শিলিগুড়িতে না চালিয়ে দিল্লিতে গিয়ে টিকা আর অক্সিজেনের জন্যে গিয়ে ধর্ণায় বসুন। এই ধরনের নাটকে মন ভরবে না শিলিগুড়িবাসীর।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

এদিকে আজ করোনা মোকাবিলায় কড়া লকডাউন শুরু শিলিগুড়িতে। কার্যত স্তব্ধ শহর। প্রয়োজন ছাড়া যারা বের হচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় অব্যাহত। প্রয়োজনীয় নথি ছাড়া কাউকেউ রাস্তায় বের হতে দিচ্ছে না পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে টহল দেন পুলিশ কমিশনার গৌরব শর্মা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BJP Mla Arrest: 'করোনা রুখতে ব্যর্থ রাজ্য', নিয়ম ভেঙে বিক্ষোভ দেখানোয় আটক ৩ BJP বিধায়ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল