#শিলিগুড়ি: কখনও দুঃস্থদের আহারের জোগানে ছুটেছেন, কখনও করোনা রোগীর জন্য অক্সিমিটার ও অক্সিজেন সরবরাহে ফোন কানে সেঁটেছেন, আবার কখনও নিজের জীবনের পরোয়া না করে করোনা আক্রান্তের বাড়ি ওষুধ নিয়ে হাজির হয়ে যাওয়া; এমনি সমাজসেবী হলেন ডাঃ শীর্ষেন্দু পাল। পেশায় চিকিৎসক। শিলিগুড়ির বাসিন্দা এই ডাক্তার করোনাকালের সর্ববৈ 'ফ্রন্টলাইন ওয়ারিয়র'। ওষুধ থেকে অক্সিজেন এমনকি খাওয়ার পৌঁছে মানবিকতার নজির স্থাপন করেছেন শিলিগুড়ির চিকিৎসক শীর্ষেন্দু পাল।
advertisement
এ দিন শিলিগুড়ি বনমালা থিয়েটার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এমন উদার মনোভাবাপন্ন চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পালকে সম্বর্ধিত করা হয়। তিনি তাঁর নির্দিষ্ট কাজের উর্ধ্বে গিয়ে করোনাকালে শিলিগুড়ি বনমালার উদ্যোগে বিভিন্ন বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহণ করেন। যা যথেষ্ট প্রশংসার বলে মনে করছে অনেকে। এ দিন উপস্থিত ছিলেন শিক্ষক, নাট্যকার তথা শিলিগুড়ি বনমালার সম্পাদক বিশ্বজিৎ রায়, সংগঠনের সদস্য শুভ্র চক্রবর্তী, ভিকি সাহা সহ অনেকেই।