শুক্রবার নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে মুখ খোলেন অনীত। দার্জিলিংয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নতুন দলের নাম ঘোষণা করা হবে। পাহাড়ের শান্তি অটুট রাখাই আমাদের লক্ষ্য। দার্জিলিংকে নতুনভাবে গড়তে চাই। সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলব আমরা। একটাই শ্লোগান, "নতুন ভাবনা, নতুন বিকাশ!"
advertisement
গুরুংয়ের সঙ্গে একযোগেই রাজনীতি করে আসছিলেন অনীত থাপা। ২০১৭-তে পাহাড়ে গোলমালের পর বিনয় তামাংয়ের সঙ্গে দল ছাড়েন অনীতও। বিনয়পন্থী মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে জিটিএ'র চেয়ারম্যানও হন। ভোটের পর রাজ্য জিটিএতে প্রশাসক বসিয়ে দেন। বিধানসভা নির্বাচনে আলাদা করে লড়ে কালিম্পং আসন জিতে নেন। বাকি দুটি কেন্দ্রে গুরুংদের পেছনে ফেলে দু'নম্বরে থামেন বিনয়, অনীতরা। কিন্তু সুর কেটে যায় নির্বাচনের পর। গত ১৫ জুলাই দল ছাড়েন খোদ সভাপতি বিনয় তামাং। দলের ন্যূনতম সদস্যপদ থেকেও ইস্তফা দেন। ক্রমেই গুরুংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে বিনয় তামাংয়ের। তখন নিজের জনপ্রিয়তা যাচাই করতে পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান অনীত। দার্জিলিংয়ে বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গাড়েন। দলের নীচু তলার কর্মীরা পৃথক দল গড়ার দাবি জানিয়ে আসছিলেন। আজ দার্জিলিংয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সকলেই একসুরে আলাদা দলের পক্ষেই সওয়াল করেন। এর আগে মোর্চা ছেড়ে পৃথক জন আন্দোলন পার্টি তৈরী করেছিলেন হরকা বাহাদুর ছেত্রী। এবারে পরীক্ষা অনীত থাপার।
যদিও একে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গুরুংপন্থীরা। দলের সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, নতুন দলকে স্বাগত। ক্রমেই বিমল গুরুংয়ের নেতৃত্বে পাহাড়ে শক্তিশালী হচ্ছে দল। প্রতিদিনই দলছাড়ারা যোগ দিতে ভিড় বাড়াচ্ছে। আমাদের দলে কোনও প্রভাবই পড়বে না।
Partha Sarkar