এতেই বিপত্তি! পরিস্থিতি সামলাতে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। তাদেরও যথেষ্টই হিমসিম খেতে হয়। লাইন ঠিক করতে কুপনও বিলি করা হয়। কিন্তু হুড়োহুড়ির জেরে সমস্যায় পড়তে হয়। মাঝে কিছুক্ষন টিকা পরিষেবা বন্ধও হয়ে পড়ে। কেন বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান, প্রয়োজনের তুলনায় টিকার জোগান কম। অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার কথা ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর। তবুও সমস্যা সেই তিমিরেই।
advertisement
স্বাভাবিকভাবেই পাহাড় থেকে সমতলে টিকা নিয়ে হয়রানির এক শেষ অবস্থা! দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবালাম জানিয়েছেন, ২৮ জুলাই পর্যন্ত জেলায় প্রথম ডোজ পেয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৯৭৭ জন। সেকেণ্ড ডোজ পেয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৫৩ জন। অর্থাৎ জেলার পাহাড় ও সমতল মিলিয়ে টিকা পেয়েছে ৮ লাখ ২৪ হাজার ৬৩০ জন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2021 5:12 PM IST