প্রথমদিন থেকেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পাশে থাকবার আশ্বাস দিয়েছে শহর শিলিগুড়ি। কখনও শিলিগুড়ির মহকুমা শাসক, কখনও আবার রাজ্যের পর্যটনমন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ অনুদান করছেন। আজও শহরের একাধিক ব্যক্তি, সংগঠন পাশে থাকার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ত্রান তহবিলে ব্যক্তিগতভাবে নিজের এক মাসের বেতন এবং ১ লাখ ২১ হাজার টাকার চেক জমা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন তাঁর হাতে এক লাখ টাকার চেক তুলে দেয় শহরের একটি ডায়াগোনস্টিক সেন্টার।
advertisement
এগিয়ে এসেছেন শিলিগুড়ির ২২ নং ওয়ার্ডের বাসিন্দা বাপন ঘোষ ও পাঞ্চালী ঘোষ। আজ তাঁদের ছেলে রুদ্রায়ন ঘোষের পঞ্চম জন্মদিন ছিল। করোনার জন্যে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে ২৫ হাজার টাকার চেক তুলে দিয়েছেন করোনা ত্রান তহবিলে। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শহরবাসী। এক অন্য বার্তাও বটে! গতকালই বিধাননগরের সৌনভ নিজের ১৪ তম জন্মদিন পালন করে ভবঘুরেদের সাথে। এগিতে এসছেন শিলিগুড়ি অ্যাথলেটিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। তারা ২১ হাজার টাকার চেক তুলে দিলেন পর্যটনমন্ত্রীর হাতে।
Partha Pratim Sarkar