TRENDING:

Coronavirus | Bangla news: দার্জিলিঙে পর্যটকদের ভিড়, মুখে নেই মাস্ক! পুজোর মরশুমে কোভিড গ্রাফ উর্ধমুখী শিলিগুড়িতে

Last Updated:

Coronavirus | Bangla news: হুঁশ নেই শহরবাসীর, মাস্কহীনদের দাপট শহরজুড়ে, পুজোর কেনাকাটাতেও উধাও কোভিড বিধি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: পুজোর মাঝেই ফের বাড়তে শুরু করেছে করোনার (Coronavirus) গ্রাফ! গত মাসের শেষ সপ্তাহেও যেখানে গ্রাফ ছিল নিম্নমুখী। মহালয়ার সকালের পর থেকে বাড়ছে গ্রাফ, যা ভাবাচ্ছে চিকিৎসকদের। আর বাড়বেই বা না কেন? আবার চূড়ান্ত অসানধানতার ছবি ধরা পড়ছে শহরজুড়ে। মাস্কহীন মানুষের দাপাদাপি বেড়েছে। পুজোর বাজারে থিক থিক ভিড় দেখা যাচ্ছে। অর্ধেকের বেশী মানুষের নাক ও মুখ ঢাকেনি মাস্কে। দূরত্ব বিধির উঠেছে শিকেয়।
photo source collected
photo source collected
advertisement

এখনও ঠাকুর দেখা বাকি। তার আগেই দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে সংক্রমণের হার ৭ শতাংশের কাছাকাছি। সবচাইতে বেশি প্রভাব পড়েছে সমতলের শিলিগুড়িতে। কারণ মাস্কের ব্যবহার প্রায় কমেই গিয়েছে। প্রশাসনিক কর্তারা কোভিড (Coronavirus) বিধি মেনে চলার ঘোষণা করে চলেছেন। তবু হুঁশ ফিরছে না শহরের।

যেখানে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসছিল শহরে। এক অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছিল। তা আবার বাড়ছে। নতুন করে চিন্তা বাড়ছে। প্রতিদিনই শহর তো বটেই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে সমতলের গ্রামীণ ও পাহাড়ি এলাকাতেও। পাহাড়েও পর্যটকদের ভিড়। পুজোর সময়ে আরও বাড়বে ভিড়। কোভিড বিধি মেনে না চললে সমূহ বিপদ! কিন্তু কে তা বোঝাবে! উত্তরবঙ্গের অন্য জেলাগুলিকে পেছনে ফেলে দিয়েছে দার্জিলিং।

advertisement

কোভিড (Coronavirus) আক্রান্তের ক্ষেত্রে উপসর্গহীন কেসই বেশি। তাই সহজে বোঝার উপায় নেই। টেস্টের সংখ্যাও অনেকটাই কমে এসছে। কোভিড পরীক্ষা করার প্রবণতা কমায় আক্রান্তের সংখ্যাও কম মনে হলেও বাস্তবে কি তাই? শিলিগুড়িতে পুজোর বাজার করতে আসা ক্রেতাদের অধিকাংশেরই মুখে দেখা নেই মাস্কের। আবার কারও কারও মাস্ক ঝুলছে গলা বা থুতনিতে। জিজ্ঞেস করতেই "এই মাত্র খুললাম!", " বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছি, এক্ষুনি কিনবো!", "হ্যাঁ, এটা আমার ভুল" গোছের উত্তর আসছে।

advertisement

আরও পড়ুন- অতিমারির বিপদকালে দমদম পার্ক তরুণ সঙ্ঘের দুর্গোৎসবের থিম কী? শেষ মুহূর্তের প্রস্তুতি দেখুন ছবিতে

আবার কেউ কেউ জিজ্ঞাসা করার আগেই ছুটে পালাচ্ছেন। অনেকেরই দাবি, টিকার ডাবল ডোজ নেওয়া হয়েছে। তাই আক্রান্তের সম্ভাবনা নেই। কিন্তু চিকিৎসকেরা তা বলছেন না। ডাবল ডোজ নেওয়ার পরও আক্রান্ত হওয়ার খবর আসছে। হয়তো হাসপাতালে ভর্তি হতে হবে না। কিন্তু বাড়িতেই চিকিৎসা চলবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক জানান, স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। মণ্ডপে ঠাকুর দেখতে গেলে মাস্ক বাধ্যতামূলক। নির্দিষ্ট দূরত্ব বিধি মানতে হবে। নইলে গ্রাফ আরও বাড়তে পারে। কোভিডের দ্বিতীয় ঢেউতে বহু প্রিয়জনকে হারিয়েছে এই শহর। শহরবাসী কি এবারে সচেতনতার পরিচয় দেবে না?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আদি গঙ্গার পাড়ে যজ্ঞেশ্বরী কালীপুজো! ভিড়ের মাঝেও গা ছমছমে পরিবেশ ভয় ধরাবে
আরও দেখুন

পার্থ সরকার

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coronavirus | Bangla news: দার্জিলিঙে পর্যটকদের ভিড়, মুখে নেই মাস্ক! পুজোর মরশুমে কোভিড গ্রাফ উর্ধমুখী শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল