বর্তমান যুগে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে সেই মাটির গান অর্থাৎ বাউল গান এবং বর্তমান যুবসমাজ ভুলে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠে পুলিকেও। সেই অর্থেই যুবসমাজের মধ্যে সেই হারিয়ে যেতে বসা মাটির গান এবং পিঠেপুলি খাওয়ার যে আনন্দ ফিরিয়ে দিতেই অভিনব উদ্যোগ কলেজ কর্তৃপক্ষের। কলেজের মাঠ জুড়ে বসল পিঠেপুলির স্টল। তেমনই সেখানে চলছে বাউল শিল্পীদের গলায় মাটির গান, তাল মেলাতে ভোলেনি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।
advertisement
আরও পড়ুন : পুকুর থেকে উঠে আসা ভাস্কর্যের খাঁজে কথা বলে সুদীর্ঘ বছরের ইতিহাস
শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে এই পিঠে পুলি তৈরি করছে এবং সেই পিঠে খেতেই ভিড় জমাচ্ছে বহু মানুষ। একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস, সারা দেশ জুড়ে এই ভাষা দিবস বিভিন্নভাবে পালিত হয়ে থাকে তবে একটু ব্যতিক্রমী ভাবে এই ভাষা দিবসের অঙ্গ হিসেবেই হারিয়ে যেতে বসা মাটির গান এবং পিঠে পুলিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ শিলিগুড়ির আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গভর্নমেন্ট কলেজের। এই প্রসঙ্গে কলেজের প্রফেসর আকাশ চৌধুরী জানান বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষাকে এই আধুনিক যুগের যুব সমাজের মধ্যে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও বড় মাপে সকলের সামনে তুলে ধরা হবে।