বুধবার শিলিগুড়িতে এর আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। শহরের ২০টি পুলিশ ট্র্যাফিক পয়েন্টে থাকবে "ফার্স্ট এইড কিটস!" রাস্তায় চলার পথে কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিক সেবা মিলবে ট্র্যাফিক পয়েন্টেই (Siliguri Traffic Police)। চটজলদি ছুটে যেতে হবে না কাছাকাছি কোনও স্বাস্থ্য কেন্দ্রে।
আজ পুলিশ দিবস (Bengal News | Police Day)। দিনটিকে স্মরণীয় করে রাখতেই এহেন উদ্যোগ লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশের (Bengal News | Police Day)। শহরের মহাত্মা গান্ধি মোড়, ভানুভক্ত চক, বিবাদী চক, স্বামিজী মোড়, হাসমিচক সহ ২০ জায়গায় ট্র্যাফিক পুলিশের ক্যাম্পেই থাকবে এই ফার্স্ট এইড কিট। কী কী থাকছে? জানা গিয়েছে, প্রাথমিকভাবে যা যা প্রয়োজনীয় ওষুধ সবই থাকছে। তালিকায় রয়েছে পেইন কিলার ট্যাবলেট, ব্যাথা কমানোর জন্যে স্প্রে, গজ, ব্যাণ্ডেজ, ডেটল, অ্যান্টিসেপ্টিক ক্রিম-সহ জরুরি কিছু ওষুধও। দুর্ঘটনাগ্রস্থ পথচলতি মানুষদের দ্রুত প্রাথমিক শুশ্রুষা দিতেই এই উদ্যোগ পুলিশের বিশেষ দিনে।
advertisement
এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও ছিলেন ডিসিপি অমিতাভ মাইতি, ট্র্যাফিক পুলিশের এডিসিপি পূর্ণিমা শেরপা, লায়ন্স ক্লাবের ভাইস ডিস্ট্রিক গভর্ণর হেমন্ত আগরওয়াল, অঙ্কিত আগরওয়াল, বিশাল জৈন, অনিল মিত্তালরা। তাদের কথায়, সাধারন মানুষের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হল শহরে। এতে উপকৃত হবেন পথচলতি মানুষেরা। শুধু শিলিগুড়িই নয়, কালিম্পং জেলা সদরেও একই পরিষেবা চালু করেছে লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি। পুলিশ দিবসের অঙ্গ হিসেবে এদিন শহরজুড়েই একাধিক কর্মসূচী পালন করা হয়। ট্র্যাফিক সচেতনতার প্রচারও করা হয়। মাটিগাড়ার ফাঁসিদেওয়া মোড়ে মোটর বাইক চালকদের হেলমেটও তুলে দেওয়া হয়।