TRENDING:

Siliguri| Bangla News|| ১২ অক্টোবর দিল্লিতে বৈঠক, আমন্ত্রিত দার্জিলিংয়ের MP-MLA-GNLF, ব্রাত্য গুরুং-অনীতরা

Last Updated:

Hill Politics: দিনক্ষন চূড়ান্ত! পাহাড় নিয়ে বৈঠক দিল্লিতে! আগামী ১২ অক্টোবর দিল্লির নর্থ ব্লকে বিকেল চারটেয় বৈঠক ডেকেছেন মেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: অবশেষে দিনক্ষন চূড়ান্ত! পাহাড় নিয়ে বৈঠক দিল্লিতে! আগামী ১২ অক্টোবর দিল্লির নর্থ ব্লকে বিকেল চারটেয় বৈঠক ডেকেছেন মেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোর্খাদের সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে চিঠিতে উল্লেখ করা রয়েছে। পাহাড়ের পাশাপাশি বৈঠকে আমন্ত্রণ ডুয়ার্সের প্রতিনিধিকেও। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়েই আলোচনা হবে। দাবী জিএনএলএফের মুখপাত্র ওয়াই লামার। বৈঠক দ্বিপাক্ষিক নাকি ত্রিপাক্ষিক? এনিয়ে অবশ্য কিছুই পরিষ্কার হয়নি। তানিয়েই ধোঁয়াশা পাহাড়ে।
১২ অক্টোবর দিল্লিতে বৈঠক।
১২ অক্টোবর দিল্লিতে বৈঠক।
advertisement

আজই দিল্লি থেকে চিঠি এলো পাহাড়ে, রাজ্যকেও চিঠি পাঠানো হয়েছে, দাবী জিএনএলএফের। চিঠি পেয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। আমন্ত্রণ জানানো হয়েছে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, জিএনএলএফের সভাপতি মন ঘিসিং। নির্বাচনী ইস্তেহারে পাহাড় নিয়ে যা উল্লেখ করেছিল বিজেপি, বৈঠকে তা প্রাধান্য পাবে বলেও দাবী করেছে জিএনএলএফের মুখপাত্র।

advertisement

দিল্লির বৈঠক নিয়ে এখোনো পর্যন্ত আমন্ত্রণ পায়নি বিমল গুরুং, অনীত থাপারা। উপ নির্বাচনে তিন আসনেই হারের ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে বিজেপি। এমনকী রাজ্যকেও ডাকা হয়েছে বা ত্রিপাক্ষিক বৈঠক হবে বলে চিঠিতে কোনো উল্লেখ নেই। এটাও বিজেপির একটা নয়া স্ট্যাণ্ড। কটাক্ষ গোর্খা জনমুক্তি যুব মোর্চার সভাপতি প্রকাশ গুরুংয়ের। আমন্ত্রণ পায়নি অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও। দলের সাধারন সম্পাদক অমর লামা জানান, বৈঠককে স্বাগত।

advertisement

তবে আলোচনার বিষয় কি? গোর্খাদের সমস্যা নিয়ে আলোচনা হবে উল্লেখ রয়েছে। আর গোর্খাদের প্রধান সমস্যাই হল পৃথক রাজ্য গোর্খাল্যাণ্ড। এটাই গোর্খাদের দীর্ঘদিনের দাবী। একই সুর গুরুং শিবিরেরও। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের অর্থই পৃথক গোর্খাল্যাণ্ড রাজ্য। এনিয়ে দিল্লি আলোচনা না করলে আর কিই বা হবে! যদিও জিএনএলএফ শিবির সরাসরি গোর্খাল্যাণ্ড প্রসঙ্গ না টানলেও পাহাড়ের স্থায়ী সমাধানের সুরাহা মিলবে বলে দাবী করেছেন। রাজ্য কি বৈঠকের চিঠি পেয়েছে। এনিয়ে অবশ্য এখোনো কিছু জানা যায়নি। এমনকী অনীতপন্থী কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচাও এখোনো পর্যন্ত ডাক পাননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সর্বনাশ! বাড়ির মধ্যে এত বছর ধরে এগুলো কী! গোটা পরিবার নিয়ে বিষধরের বাস! আর একটু হলেই...
আরও দেখুন

Partha Sarkar

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri| Bangla News|| ১২ অক্টোবর দিল্লিতে বৈঠক, আমন্ত্রিত দার্জিলিংয়ের MP-MLA-GNLF, ব্রাত্য গুরুং-অনীতরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল