TRENDING:

বিষক্রিয়ায় মৃত ১২ টি শকুন, গুরুতর অসুস্থ ২২

Last Updated:

প্রাথমিক তদন্তের পরে বন দফতরের সন্দেহ, নিষিদ্ধ ডাইক্লোফেনাক শরীরে প্রবেশ করার ফলেই মৃত্যু হয়েছে শকুনগুলির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বিষক্রিয়া একসঙ্গে ১২টি শকুনের মৃত্যু হল। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও ২২টি শকুন। প্রাথমিক তদন্তের পরে বন দফতরের সন্দেহ, নিষিদ্ধ ডাইক্লোফেনাক শরীরে প্রবেশ করার ফলেই মৃত্যু হয়েছে শকুনগুলির। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বন দফতর।
advertisement

বন দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের পশ্চিম ডামডিম এলাকায় চেল নদীর ধারে মাল স্কোয়াড অঞ্চলে১২টি শকুনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই এলাকায় একটি গরুর দেহাবশেষও উদ্ধার হয়। বন দফতরের এক কর্তা বলেন, "প্রাথমিক ভাবে আমাদের ধারণা ওই গরুর দেহাবশেষে ডাইক্লোফেনাক ছিল। তবে অন্য কোনও বিষক্রিয়াতেও ওই গরুর মৃত্যু হতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" তিনি আরও জানান, অসুস্থ ২২টি শকুনকে রাজভাতখাওয়ার শকুন প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মৃত শকুন এবং গরুর দেহাবশেষের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। ঠিক কী কারণে  শকুনের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতেই নমুনা পরীক্ষা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তিনটি উপাচারে পুজো হয় জাগ্রত এই কালী মন্দিরে, কোথায় আছে এই মন্দির জানেন?
আরও দেখুন

সাধারণ ভাবে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, ডাইক্লোফেনাকের কারণেই ভারতীয় উপমহাদেশ থেকে লুপ্ত হতে বসেছে শকুন। ডাইক্লোফেনাক  শরীরে প্রবেশ করলে কিডনি বিকল হয়ে মৃত্যু হয় শকুনের। সে কারণেই সারা দেশে নিষিদ্ধ ডাইক্লোফেনাক।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিষক্রিয়ায় মৃত ১২ টি শকুন, গুরুতর অসুস্থ ২২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল