দেখুনঃ নদী না সমুদ্র? তিস্তার ভয়াল স্রোত ভাসিয়ে দিচ্ছে বাড়ি, দোকান! ভয়ঙ্কর ভিডিও
বুধবার ভোর হওয়ার আগে হড়পা বানে ভয়ঙ্কর হয়ে ওঠে তিস্তা। এখনও কালকে সকালের কথা ভেবে আঁতকে ওঠছে এলাকাবাসী। তিস্তার পাশে দেওগ্রাম এলাকার বাসিন্দা সরস্বতী গুপ্তা, ডাবলু বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গতকালের, বন্যা তাঁর ল্যাপটপ বইপত্র সবকিছু কেড়ে নিয়েছে। তাঁর দুই দাদা, বৌদির, সমস্ত সার্টিফিকেট জলের নিচে। ভেসে গেছে জামাকাঁপড়। নতুন জামা কাপড় কিনে পড়ছেন তাঁরা। অন্যের বাড়িতে খেতে হচ্ছে। সরকারি সাহায্যের আশায় রয়েছে গোটা পরিবার।
advertisement
বানভাসি হয় সিকিমের বিস্তীর্ণ এলাকা৷ ভাঙে কংক্রিটের ব্রিজ৷ ধসে যায় জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজের উপরেও এসেছে পড়েছে জলের বিপুল চাপ৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার রাজ্যের সেচমন্ত্রী এবং সেচসচিব উত্তরবঙ্গে আসছেন।
তিস্তার জলে গজলডোবা ব্যারেজে ভেসে আসছে জীবজন্তু, গাড়ি, সিন্দুক, গ্যাস সিলিন্ডার। সেইসব জিনিস উদ্ধার করতে ব্যস্ত মানুষজন। গজোলডোবা ব্যারেজে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল গজলডোবা ব্যারেজে ভেসে আসল মহিলার অর্ধকাটা মৃতদেহ। ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়।