জানা যাচ্ছে, মৃত যুবকের নাম সুভাষ কুজুর। বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির ডিমা এলাকায়। বক্সা টাইগার রিজার্ভের পোরো এলাকায় স্কুটি চালিয়ে আসছিলেন সুভাষ। সেই সময়ে কয়েকজন মিলে পথ আটকায় তাঁর। আর তখনই গুলি করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সুভাষ। স্থানীয়রা, তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুনঃ বচসার জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খু*ন! ৭ বছর পর অভিযুক্ত স্বামীর নজিরবিহীন সাজা আদালতে
পরিবার সূত্রে খবর, সোমবার জমি নিয়ে একটি মামলার শুনানি ছিল। আদালতের যাবেন বলে সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন সুভাষ। রাতে হাসপাতাল থেকে সুভাষের মৃত্যুর খবর পৌঁছয় বাড়িতে। ছুটে আসেন পরিবারের লোকজন। জমি নিয়ে বিবাদের জেরেই গুলি করে সুভাষকে খুন করা হয়েছে বলে দাবি মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের। নিহত যুবকের তুতো ভাইদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পরিবার।