সপ্তমীর সকাল থেকে পুজোয় বসেছেন রাজ পরিবারের সদস্যরা। জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গ এমনকি পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বহু মানুষ জলপাইগুড়ি বৈকুন্ঠপুর বাড়ির পুজো দেখতে আসেন। রাতে রয়েছে অর্ধ্ব রাত্রির পুজো। তবে সেখানে কোন দর্শনার্থী নয় কেবলমাত্র রাজ পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।
advertisement
রাজ পরিবারের এক সদস্য জানান, ‘আমাদের পুজো মহালয়া থেকেই শুরু হয়ে যায়। মহালয়ার পরের দিন প্রতিপদদের ঘট বসানো হয়। আর সেদিন থেকেই নিয়ম করে মায়ের পুজো করা হয়। ষষ্ঠীর সকালে মায়ের বোধন এবং সন্ধ্যায় অধিবাস হয়। সপ্তমীতে রাজ পরিবারের সদস্যরা মিলে মায়ের বরণ করি। তারপরে মায়ের নবপত্রিকা স্থাপন করা হয়। এরপর মায়ের চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হয়। ভোগও থাকে মায়ের জন্য’।
তিনি আরও জানান, অষ্টমীতে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ির বাইরে থেকে আসা সকল দর্শনার্থীর জন্য ভোগের ব্যবস্থা থাকে।