TRENDING:

Sajjad Alam encounter: এনকাউন্টারে মৃত সাজ্জাদ আলম, পুলিশের গুলিতেই শেষ পুলিশকে গুলি করে পালানো দুষ্কৃতী!

Last Updated:

সূত্রের খবর, এ দিন সকালে উত্তর দিনাজপুরেরই করণদিঘিতে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাদ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক ও মুক্তা সরকার, গোয়ালপোখোর: উত্তর দিনাজপুরের করণদিঘি পুলিশকে গুলি করে পালানোয় অভিযুক্ত সাজ্জাদ আলমের পুলিশের সঙ্গে এনকাউন্টারেই মৃত্যু হল৷ গত বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় দুই পুলিশকর্মীকে গুলি করে পালায় সাজ্জাদ৷ গুরুতর জখম হন দুই পুলিশকর্মী৷ এর পর থেকেই কুখ্যাত দুষ্কৃতী সাজ্জাদের খোঁজে মরিয়া হয়ে তল্লাশি শুরু করে পুলিশ৷
News18
News18
advertisement

সূত্রের খবর, এ দিন সকালে উত্তর দিনাজপুরেরই গোয়ালপোখোরে বাংলাদেশ সীমান্তের কাছে কিচকটোলা এলাকায় পুলিশের মুখোমুখি হয় সাজ্জাদ৷ সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সে৷ পুলিশের সূত্রের দাবি, সাজ্জাদকে আত্মসমর্পণ করতে বললেও সে পালানোর চেষ্টা করে৷ তখনই সাজ্জাদকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ৷ তিনটি গুলি লাগে সাজ্জাদের শরীরে৷ আহত অবস্থায় সাজ্জাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ যদিও এই এনকাউন্টার প্রসঙ্গে সরকারি ভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি৷

advertisement

আরও পড়ুন: কে খুনী? কে দোষী? কিছুক্ষণেই আরজি কর কাণ্ডের রায়… তার আগে আরও একবার সেই ১৬২ দিনের ধারাবিবরণী

সাজ্জাদ এবং তার সহযোগী আব্দুল নামে এক দুষ্কৃতীর খোঁজ পেতে ২ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণাকরেছিল পুলিশ৷ সাজ্জাদের বিরুদ্ধে খুন, ছিনতাই সহ একাধিক মামলা ছিল৷ উত্তর দিনাজপুরের করণদিঘির ত্রাস ছিল সাজ্জাদ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, গত বুধবার সাজ্জাদ আলম পুলিশকে গুলি করে পালানোর পরই দুই আহত পুুলিশকর্মীকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ সেখানেই তিনি বলেন, পুলিশকে কেউ দুটো গুলি করলে পুলিশ পাল্টা চারটে গুলি করতে পারে৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sajjad Alam encounter: এনকাউন্টারে মৃত সাজ্জাদ আলম, পুলিশের গুলিতেই শেষ পুলিশকে গুলি করে পালানো দুষ্কৃতী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল