শুক্রবার রাত ১০টা নাগাদ অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে মালবাজারে রেফার করেন। তবে পরিবারের পক্ষ থেকে তাকে মালবাজারে না নিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত রাত প্রায় দু’টো নাগাদ নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরোহী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চালসা এলাকায়।
advertisement
মেটেলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, “ঘটনাটি সত্যিই মর্মান্তিক। যদি শিশুটিকে সঠিক সময়ে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো প্রাণে বাঁচানো যেত।” তিনি আরও জানান, বর্তমানে মেটেলি ব্লকে ডেঙ্গুর পাশাপাশি জ্বরের প্রকোপও বেড়েছে। তাই বাড়িতে জমা জল না রাখতে এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
advertisement
Rocky Chowdhary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 5:15 PM IST