সরকারি প্রকল্পের সাইকেল এইভাবে স্কুলের মাঠে পড়ে নষ্ট হওয়া নিয়ে কটাক্ষ করছেন অভিভাবক ও প্রাক্তনীরা। সঠিক জায়গায় সাইকেলগুলো রাখলে তা নষ্ট হবে না, এই নিয়ে উদ্যোগী হতে হবে প্রশাসনকে, কটাক্ষ করছেন অভিভাবকদের একাংশ। অনেকে আবার বলছেন, সবুজ সাথীর সাইকেল ফেলে না রেখে তা গরিব শিক্ষার্থীদের তুলে দিলেই তো হয়। এইভাবে আসলে জনগণের টাকাই নষ্ট হচ্ছে, কটাক্ষ প্রাক্তনীদের।
advertisement
আরও পড়ুনঃ নৈহাটির বড়মা পূজিত হবেন উত্তরবঙ্গের এই শহরে, সঙ্গে চন্দননগরের লাইটিং! রয়েছে আরও চমক
অন্যদিকে খড়িবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষিকা জানান, খড়িবাড়ির মূল স্থানে স্কুল হওয়ায় স্কুলেই সাইকেল তৈরি হয়। এভাবে ফেলে রাখার জন্য সাইকেল যেমন নষ্ট হচ্ছে তেমনই চুরিও হচ্ছে। এই সাইকেল শিক্ষার্থীরা পেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি নিয়ে বিডিও স্কুলে এসে পরিদর্শন করে গিয়েছেন। অন্যদিকে বিডিও জানান, খারাপ সাইকেলগুলোই পড়ে রয়েছে। এখানে গত বছরের সাইকেল থাকায় পরিমানে বেশি মনে হচ্ছে। এবছর সাইকেল বিতরণের পর সব সরিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।