তুড়িবাড়ির রোংলি হোম স্টে! শহর শিলিগুড়ি থেকে মাত্র ১২ কিলোমিটার। ৩১ নং জাতীয় সড়ক ধরে বেঙ্গল সাফারি পার্ক। পার্ক থেকে ২ কিলোমিটারের মধ্যেই তুড়িবাড়ি গ্রাম। এখানেই গড়ে উঠেছে নয়া হোম স্টে! ঠিক সাফারি পার্কের পেছনে। নিঝুম রাতে ঘুম ভাঙতে পারে রয়েল বেঙ্গল টাইগার বা লেপার্ডের গর্জনে। কান পাতলেই শোনা যায় হাতির গর্জনও! ঢিল ছোঁড়া দূরত্বে উত্তরবঙ্গের সবচাইতে বড় বৌদ্ধ গুম্ফা। পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ী নদী গুলমা। নদীর পাশেই তাঁবু খাটিয়ে এডভেঞ্চার স্পোর্টসের মজা লুফে নেওয়া যেতে পারে অনায়াসেই। দিনভর সাফারি পার্কেই রয়েল বেঙ্গল টাইগার, লেপার্ড, এক শৃঙ্গী গণ্ডার, হাতি, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হরিণ, হাতির সঙ্গে কার সাফারি করতেই সময় কেটে যাবে। মনোরম শান্তির ঠিকানা তুড়িবাড়ি।
advertisement
সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত এই হোম স্টে। খাবারের পাতে মিলবে ভেষজ বাহারী শাক, সবজি। দেশি মুরগির চাষও করা হয় এখানে। সঙ্গে মিলবে নদীয়ালি মাছও! ব্রেকফাস্ট থেকে ডিনার মিলিয়ে মাথাপিছু খরচ হাজার টাকা। এখানে রাতে কাটিয়ে পর্যটকেরা জঙ্গল পথ ধরে ঘুরে আসতে পারেন গজলডোবা থেকে ডুয়ার্সের লাটাগুড়ি। সেবক পাহাড় থেকে ঝালঙ-বিন্দু। বুকিংয়ের জন্যে ফোন করুন 98325 18316 নম্বরে।
PARTHA PRATIM SARKAR