সোমবার দুপুরে মালদহের সুজাপুরের ডাঙা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাতে মৃত্যু হয় আব্দুল গণি (৩০) নামে এক যুবকের। বাইকের পিছনে বসে থাকা আরও দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আব্দুল গণির বাড়ি কালিয়াচকের বামনগ্রাম এলাকায়। এদিন দুপুরের দিকে আব্দুল গণি তার দুই বন্ধুকে বাইকে চাপিয়ে সুজাপুর থেকে বামনগ্রামের দিকে যাচ্ছিলেন। সুজাপুরের ডাঙা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে। ফরাক্কাগামী একটি বেপরোয়া লরি সজোরে এসে বাইকে ধাক্কা মারে। তিনজনেই বাইক থেকে ছিটকে পড়েন। তখন না থেমে চালক লরিটি আরও জোরে চালিয়ে দেয়। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল গণির। তার বাকি দুই বন্ধু গুরুতর আহত হয়।
advertisement
আরও পড়ুন: তৃণমূল নেতার কাকাকে খুনে প্রেমিক সহ কাকিমা গ্রেফতার!
এই ঘটনার পরই এলাকার উত্তেজিত জনতা পথ অবরোধ করে। এই পথ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও পরে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সামশেরগঞ্জ, লালগোলার পর রঘুনাথগঞ্জ! নদী ভাঙনের তালিকায় আরও এক নাম
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পর আব্দুল গণির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।