দুর্ঘটনার কারণে এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে গাড়ি চলাচল। অবশেষে দমকল, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত চালককে জীবিত উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সিমেন্ট বোঝাই একটি লরি।
আরও পড়ুন : গ্রামবাসীরা যা করল, পুলিশও পারেনি! হঠাৎ চিৎকার শিক্ষকের, হাতেনাতে ধরা পড়তেই ফাঁস গোপন খেলা
advertisement
সেই সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই লরির সামনে গিয়ে হঠাৎ সিমেন্ট বোঝাই লরিটির সামনের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারানো লরিটি সরাসরি গিয়ে ধাক্কা খায় কাঠবোঝাই লরিতে। তাতেই চালক আটকে পড়েন গাড়ির ভেতরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী।
আরও পড়ুন : নেপালে আটকে বাঁকুড়ার ৩০০ শ্রমিক! দেশে ফেরা তো দূরের কথা, ঘর থেকেও বেরোনো নিষেধ
স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় চালককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়। দুটি লরি রাস্তা থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।