TRENDING:

বিসর্জনে মত্ত অবস্থায় এ কী করলেন মেয়রের পারিষদ! পদ থেকে সরানো হল শ্রাবণী দত্তকে

Last Updated:

Siliguri News: শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে সরানো হল ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে সরানো হল ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তকে। তিনি চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার ও মিড-ডে মিল দফতরের দায়িত্বে ছিলেন। দাদাগিরির অভিযোগে মেয়র পারিষদ থেকে অপসারণ। মত্ত অবস্থায় কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠেছে। শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত। গণেশ পুজো বিসর্জনে গন্ডগোল হয়েছে বলে সূত্রের খবর। দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগে পদক্ষেপ। দলের নির্দেশে অপসারণ বলেই জানান মেয়র গৌতম দেব।
advertisement

সাপ কি মরার পরেও কামড়ায়? প্রকাশ্যে ৩ ভয়ঙ্কর ঘটনা! বিশেষজ্ঞরা জানালেন কী করণীয়

advertisement

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে সরানো হল ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তকে। 

অভিযোগ, গত পরশু রাতে পাড়ায় গণেশ পুজোর বিসর্জন ঘিরে ঝামেলায় জড়িয়ে পড়েন শ্রাবণী। স্থানীয়দের দাবি, তিনি মদ্যপ অবস্থায় এলাকায় গন্ডগোল করেন ও মারধর করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই দলের তরফে পদক্ষেপ করা হয়। মেয়র গৌতম দেব জানান, দলের নির্দেশেই শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে সরানো হয়েছে। দলের অবস্থান স্পষ্ট—কোনওভাবেই কাউন্সিলরের কাণ্ডকে সমর্থন করা হবে না।

advertisement

অপসারিত মেয়র পারিষদ শ্রাবণী দত্ত অবশ্য জানিয়েছেন,

“দলের সিদ্ধান্ত শিরোধার্য। আমি অনৈতিক কাজের বিরোধিতা করেছিলাম এবং তার তদন্ত চেয়েছিলাম। তদন্ত না হয়েই আমাকে সরিয়ে দেওয়া হল। তবু দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এখন আমি আরও বেশি করে ওয়ার্ডকে সময় দেব এবং অনৈতিক কাজের বিরুদ্ধে লড়ব।”

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিসর্জনে মত্ত অবস্থায় এ কী করলেন মেয়রের পারিষদ! পদ থেকে সরানো হল শ্রাবণী দত্তকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল