"পাহাড়ে ওদের কোনো জনসমর্থন নেই। বিজেপি এবং তার জোটের সঙ্গে সমর্থন রয়েছে পাহাড়বাসীর। ওরা বাংলাপন্থী। আর ওদের দাবী পৃথক রাজ্য বা স্থায়ী রাজনৈতিক সমাধান নয়। ওদের দাবী জিটিএ। রাজ্য সরকার অংশ নেওয়ার অর্থই ওদের অংশগ্রহণ।" ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে বিমল, অনীতদের এই ভাষাতেই তোপ দাগলেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা। তাঁর সাফ কথা, ওদের বৈঠকে ডাকার বিষয়ে কোনো কিছুই জানায়নি কেন্দ্র।
advertisement
অন্যদিকে একসুরে সাংসদ রাজু বিস্তা এবং দার্জিলিংয়ের জিএনএলএফ সমর্থিত বিধায়ক নীরজ জিম্বাকে আক্রমণ করলেন বিমল এবং অনীতপন্থীরা। ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে ফের বিজেপি ধোঁকা দিচ্ছে পাহাড়বাসীকে। এর কোনো সরকারী ঘোষণা নেই। সরকারী লিপিবদ্ধ নেই। স্রেফ ধোঁকা। যা ২০১৭ থেকে দিয়ে আসছে বিজেপি। পাহাড়ের কোথায় পানীয় জলের সমস্যা রয়েছে, তা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে নীরব। পালটা তোপ গুরুংপন্থী মোর্চার মুখপাত্র বিনিতা রোকার। তিনি বলেন, ১২ আগস্ট ত্রিপাক্ষিকের দিন ঘোষণার কথা ছিল কেন্দ্রের। আজ ১৬ আগস্ট। এখনও হয়নি। অনীতপন্থী মোর্চার মুখপাত্র কেশবরাজ পোখরেল বলেন, সাংসদ স্রেফ মিথ্যে প্রতিশ্রুতিই দেন। বাস্তবের কোনো মিল নেই। ওরা পাহাড়ের জন্যে কিছুই করেনি, করবেও না। পাশাপাশি দার্জিলিংয়ের বিধায়কের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দুই মোর্চার নেতারাই।