জানা গিয়েছে, রায়গঞ্জের বিধায়কের নামে একটি ফেসবুক প্রোফাইল শনিবার সকাল থেকে সামনে আসে৷ রায়গঞ্জের তৃণমূল বিধায়কের নামে থাকা ওই প্রোফাইলে জ্বলজ্বল করছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডার ছবি৷ সেখানে আরও লেখা ছিল ‘আমার পরিবার, বিজেপি পরিবার৷’
রায়গঞ্জের বিধায়কের নামে এই প্রোফাইল দেখেই ফের তাঁর বিজেপি-তে যোগদান নিয়ে তুমুল জল্পনা ছড়ায়৷ যদিও কৃষ্ণ কল্যাণীর দাবি, তাঁর নামে ভুয়ো প্রোফাইল খুলে এই ষড়যন্ত্র করেছে বিজেপি৷ বিষয়টি নজরে আসতেই তিনি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন৷ এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান।
advertisement
অন্যদিকে বিধায়কের এই দাবিকে তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের। বিজেপির পালটা অভিযোগ, কিছুদিন আগে রায়গঞ্জের পরিচ্ছন্নতা নিয়ে পুর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক। সেই সূত্রেই শাসক দলের মধ্যে চরম গোষ্টীদ্বন্দ্ব শুরু হয়েছে৷ বিধায়কের ফেক প্রোফাইলের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই রয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতাদের৷
বিজেপির পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েনি বাম কংগ্রেসও। বাম কংগ্রেসের দাবি, বিজেপির বিধায়ক হিসেবে ভোটে জেতেন কৃষ্ণ কল্যাণী৷ তার পর আবার তৃণমূলে ফিরেছেন৷ ফলে রায়গঞ্জের বিধায়কের দলবদল নিয়ে তাঁরা চিন্তিত নয়৷