গতকাল বিকালে প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।উত্তর দিনাজপুর জেলা প্রিয় রঞ্জন দাসমুন্সির গড় হিসেবে পরিচিত।সেই গড়ে একমাত্র শ্যামল ব্রহ্ম ছিলেন প্রণব মুখোপাধ্যায়ের অনুগামী।দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রণববাবুর জীবনেও অনেক উথান পতন এলেও শ্যামলবাবু কোনদিনই প্রণব মুখোপাধ্যায়কো ছেড়ে যান নি। আজ তার স্মৃতিচারণ করতে গিয়ে শ্যামলবাবু জানান ১৯৮৭ সালে প্রণববাবুর সঙ্গে তার পরিচয় হয়।ধীরে ধীরে সেই পরিচয় পরিবারের সঙ্গে মিশে যায়।
advertisement
প্রণববাবু ছিলেন তার পিতৃতূল্য। কোন সমস্যা দেখা দিলেই একটা ফোনই যথেষ্ট ছিল।সমস্ত সমস্যা নিমেষেই সমাধান করে দিতেন।রায়গঞ্জ ব্লকের দূর্গাপুরে পাবলিক স্কুল তৈরীর পর তিনি সেই স্কুলের উদ্বোধন করেন প্রণববাবু।তিনি চীফ পেট্রোন থাকার অনুমতি দিয়ে স্বাক্ষর করেন।বীরভূমের কীর্ণাহারের বাড়িতে দূর্গাপূজায় শ্যামলবাবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।দেশের ব্যস্ততার কারনে প্রণববাবুকে প্রতিনিয়ত না পাওয়ায় তার কাছে চটি নেবার আবেদন করেন।প্রণববাবু সেই আবেদনে সাড়া দিয়ে তাকে পরনের চটি দিয়ে দেন। সেই স্যান্ডেল স্কুলে রেখে পূজা দেন শ্যামলবাবু।
Uttam Paul