TRENDING:

Lok Sabha Elections 2019 : রাজ্যে ভোটপ্রচারে রাহুল গান্ধি, মালদহের চাঁচলে সভা কংগ্রেস সভাপতির

Last Updated:

রাহুলের উপস্থিতি বাড়তি মনোবল যোগাবে দলীয় কর্মীদের এমনটাই মনে করা হচ্ছে . . .

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শনিবার রাজ্যে প্রচারে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ মালদহের চাঁচলে সভা করবেন তিনি ৷ লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই ৷ এইবার মালদহ উত্তর ও দক্ষিণ আসনে প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে আসবেন রাহুল ৷
advertisement

সূত্রের খবর দুপুর ৩টেয় সভা করবেন তিনি ৷ সভায় উপস্তিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ একঝাঁক প্রথম সারির নেতারা ৷ রাহুলের সভা ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা ৷ রাহুলের উপস্থিতি বাড়তি মনোবল যোগাবে দলীয় কর্মীদের এমনটাই মনে করা হচ্ছে ৷

মালদহ উত্তর আসনে দলীয় প্রার্থী ইশা খান চৌধুরী ও দক্ষিণ আসনের প্রার্থী আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু) ৷ মালদহ উত্তর আসন থেকে গত ২ বার নির্বাচিত হয়েছিলেন দলীয় প্রার্থী মৌসম বেনজির নূর ৷ এবার তিনি তৃণমূলের প্রার্থী তাই মালদহ উত্তর আসনটি কংগ্রেস ইশা খান চৌধুরীর মাধ্যমে ধরে রাখতে পারবেন না কি মালদহ উত্তরে ফুটবে ঘাসফুল ? তেমনই গনিমিথ কি এবার দেখা যাবে মালদহ দক্ষিণ আসনে ? ডালুবাবু কি ? এইবারও নির্বাচিত হবেন ৷ অবশ্য সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৩ মে ২০১৯ এ ৷

advertisement

আরও দেখুন : Lok Sabha Elections 2019 : লেক কালী বাড়িতে পুজো, খিদিরপুর মাজারে প্রার্থনা, ভোটপ্রচারে নূসরত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Elections 2019 : রাজ্যে ভোটপ্রচারে রাহুল গান্ধি, মালদহের চাঁচলে সভা কংগ্রেস সভাপতির