TRENDING:

পুজোয় প্যান্ডেল হপিংয়ের মাঝে খিদে মেটাবে ‘পথসাথী’ ফুড কাউন্টার

Last Updated:

পুজোয় প্যান্ডেল হপিংয়ের মাঝে খিদে মেটাবে ‘পথসাথী’ ফুড কাউন্টার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ দিনাজপুর: দুর্গাপুজো। পাল্লা দিয়ে চলেই আসে পেটপুজোও। রাস্তায় বেরিয়ে রোল চাউমিনে মন না ভরলেও চলবে। বেশি রেস্ত খরচেরও দরকার নেই। পকেট মেপেই খাবার মিলবে দক্ষিণ দিনাজপুরের পতিরাম পথসাথীতে। দেশের আনাচ কানাচের জিভে জল আনা রেসিপি মিলবে নতুন মোড়কে। স্বনির্ভর গোষ্ঠীর তিরিশজন মহিলাকে নতুন নতুন রান্না করা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
advertisement

ভেটকি দেখায় প্রতিভা। চিত্তে লাগে মোমো। আর যদি পানিপথের রাস্তায় মেলে পুরী? নতুন নামে ম্যারিনেট হয়েছে পুরনো রেসিপি। চেখে দেখার ব্যবস্থা করেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম পথসাথী।

পুজোর আগে দেশের বিভিন্ন প্রান্তের খাবারের সম্ভার মিলবে এখানে। ভাত-ডাল-মাছের ঝোলে অভ্যস্ত হাতে তৈরি হচ্ছে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান আর কন্টিনেন্টাল খাবার। সম্প্রতি জেলার তিনটি পথসাথীর স্বনির্ভর গোষ্ঠীর তিরিশজন মহিলাকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুর্গাপুজোয় পথচলতিদের রসনাতৃপ্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নামী রেস্তোরাঁর থেকে অনেক কম দামেই মিলবে লোভনীয় মেনু। পুজোর ভিড় সামলাতে তৈরি পথসাথীর ফুড কাউন্টার।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুজোয় প্যান্ডেল হপিংয়ের মাঝে খিদে মেটাবে ‘পথসাথী’ ফুড কাউন্টার