হরিশ্চন্দ্রপুর প্রশাসন জানিয়েছে, খাবারের মান নিয়ে শ্রমিকদের অসন্তোষ এর খবর পাওয়া গিয়েছে। সমস্যা মেটাতে আপাতত পলিপ্যাক এর পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেটে খাবার দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে খাবারের মান সঠিক রয়েছে কিনা তাও দেখা হবে। জানা গিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে মালদহের হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজে কোয়ারেন্টাইন সেন্টার চালু করেছে প্রশাসন। বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে সেই সেন্টারে।
advertisement
বর্তমানে বিহার এবং হরিশ্চন্দ্রপুরের প্রায় ৫0 জন শ্রমিক রয়েছে সেখানে। তিন বেলা খাবার দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু, খাবারের মান যথার্থ নয় বলে অভিযোগ। রাতে খাবার সরবরাহের পর এই খাবার দিতে আসা কর্মীদের সঙ্গে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের মধ্যে তুমুল বচসা হয়। দু'পক্ষের মধ্যে গোলমালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন গোলমাল, চিৎকার-চেঁচামেচি শব্দ পান বলে জানিয়েছেন।