TRENDING:

করোনা মোকাবিলায় হাত বাড়ালেন মালদহ কলেজের অধ্যাপকেরা,নিজেরাই বানালেন স্যানিটাইজার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল হল মালদহের শিক্ষিত সমাজ। মালদা কলেজের অধ্যাপকেরা নিজেরাই শুরু করলেন স্বাস্থ্য সম্মত স্যানিটাইজার তৈরী। বিনামূল্যে ছাত্রছাত্রী,শিক্ষক,শিক্ষাকর্মী এবং সাধারনের মধ্যে বিলির জন্য তৈরী করা হচ্ছে এই স্যানিটাইজার। করোনার  প্রকোপের মূহূর্তে খোলা বাজারে  স্যানিটাইজারের যোগান নিয়ে তৈরী হয় সঙ্কট।
advertisement

সোমবারও লকডাউন শুরু হওয়ার আগে মালদহের কয়েকশো মানুষ স্যানিটাইজারের খোঁজে কয়েকটি ওয়ুধের দোকানের সামনে লাইন লাগান। সকলে পাওয়ার আগে স্যানিটাইজার শেষ হয়ে যায়। প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন তা দেখে অনুপ্রানিত হয়েছেন মালদা কলেজের অধ্যাপকেরা। এরপরেই সোমবার দুপুরে মালদা কলেজের রসায়ন বিভাগে শুরু হয় হ্যাণ্ড স্যানিটাইজার তৈরী। বিভাগীয় ল্যাবে স্যানিটাইজার তৈরী শুরু করেন ল্যাব কর্মী  অধ্যাপকেরা। প্রথম দিন পরীক্ষামূলক ভাবে বেশ কয়েক লিটার হ্যাণ্ড স্যানিটাইজার তৈরী করা হয়েছে। আগামী আরও তৈরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন হ্যাণ্ড স্যানিটাইজার তৈরী করে কলেজ কর্মী আধিকারিকদের পাশাপাশি কলেজ চত্বরে একাধিক দোকানেও বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হয়েছে।

advertisement

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দিষ্ট গাইড লাইন মেনেই এই স্যানিটাইজার তৈরী করা হচ্ছে। প্রথম দিন পরিমানে খুব বেশী না হলেও পরবর্তিতে বাজারে অ্যালকোহলের যোগান পেলে উৎপাদন বাড়ানো হবে। মালদহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরী স্যানিটাইজার ইতিমধ্যেই পুলিশ,প্রশাসন, স্বাস্থ্য দপ্তর,পুরসভা কর্মীদের চাহিদা অনেকটাই মিটিয়েছে। এবার মালদা কলেজও এগিয়ে আসায় করোনা যুদ্ধে লড়াই আরও জোরদার হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Sebak DebSarma

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
করোনা মোকাবিলায় হাত বাড়ালেন মালদহ কলেজের অধ্যাপকেরা,নিজেরাই বানালেন স্যানিটাইজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল