কোচবিহারে জনসভা করতে এসে তৃণমূলের এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর পাল্টা কটাক্ষ, বাংলা থেকে বিদায় নিশ্চিত বুঝেই বারাণসী থেকে ভোটে লড়ার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রধানমন্ত্রী বলেন, 'আপনার দল যখন ঘোষণা করে দেয় যে দিদি এবার বারাণসী থেকে লোকসভা ভোটে লড়বেন, তখন যে কেউ বুদ্ধিমান মানুষই সহজে বুঝতে পারবেন যে এখানে তৃণমূল সাফ হয়ে যেতে চলেছে, বাংলায় তৃণমূল বাঁচবে না, দিদিকে রাজনীতি করতে হলে বাংলার বাইরে যেতে হবে৷ এটা শোনার পর আপনারাও কি বুঝতে পারছেন না ভোটে কে জিতবে, কার হার হবে?'
advertisement
প্রধানমন্ত্রী দাবি করেন, মুখ্যমন্ত্রীর ব্যবহারে, বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে তাঁর হার নিশ্চিত৷ নরেন্দ্র মোদি বলেন, 'রোজ আপনাকে বলতে হচ্ছে নন্দীগ্রামে জিতছি, নন্দীগ্রামে জিতছি৷ দিদি, যেদিন আপনি নন্দীগ্রামে ভোটের মাঝখানে বুথে যে খেলা করলেন, যা যা বললেন ওই দিনই গোটা দেশ বুঝে গিয়েছিল যে আপনি ভোটে হেরে গিয়েছেন৷ এর জন্য ভগবানকে ভোটের ফল জিজ্ঞেস করার প্রয়োজন নেই৷'
মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্বাচন কমিশনকে বার বার আক্রমণ করছেন, এই প্রশ্ন তুলেও এ দিন তৃণমূলনেত্রীকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ তৃতীয় দফার ভোটের দিন আজ রাজ্যে দু'টি জনসভা করার কথা নরেন্দ্র মোদির৷ কোচবিহারের পাশাপাশি হাওড়াতেও সভা করার কথা রয়েছে তাঁর৷ এ দিন হাওড়ার ৭টি আসনে ভোটও রয়েছে৷