দেশ জুড়ে করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত দেশের মানুষ।সারা দেশে লকডাউন পিরিয়ড চলছে।এই লকডাউন পিরিয়ডে অন্য পেশার মত পুরোহিতরা পড়েছেন সমস্যায়।
যারা যজমানি করে সংসার চালান আজ তারা চরম সংকটের মধ্যে দিন যাপন করছেন। করোনা ভাইরাস মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরন দেখা দিয়েছে।মানুষ বাড়িতে পুজো করতে চাইছেন না। ফলে পূজা অর্চনা না হওয়ায় উপার্জন পুরোপুরি বন্ধ।দিলীপ মুখার্জী নামে এক পুরোহিত জানালেন তার স্ত্রী অসুস্থ।নিয়মিত খাওয়া দাওয়া সহ ওষুধপত্র তিনি দিতে পারছেন না। ওষুধ কেনার পয়সা না থাকায় বেশ কিছুদিন তাকে বিনা ওষুধেই থাকতে হচ্ছে। আজ পঞ্চায়েতের তরফ থেকে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। এতে কিছুদিন তারা খেতে পারবেন।তাদের অবস্থা কি এটা বলে বোঝানো সম্ভব নয়।পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস জানিয়েছেন,লকডাউনের পর থেকে সমস্ত পূজা অর্চনা বন্ধ থাকায় পুরোহিতরা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।এটা জানতে পেরে পঞ্চায়েতের ৫০ জন পুরোহিতের হাতে চাল,ডাল,সব্জি,সাবান তুলে দিলেন।
advertisement
UTTAM PAUL