TRENDING:

Death of a Pregnant Elephant: ডুয়ার্সে জঙ্গলের মাঝে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত অন্তঃসত্ত্বা হাতি

Last Updated:

Death of a Pregnant Elephant: জঙ্গলের মধ্যে নাগরাকাটা থেকে চালসাগামী ওই রেললাইনে, মালগাড়ির ধাক্কায় মারা যায় ওই অসহায় হস্তিনী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধুরী, চাপড়ামারি : ডুয়ার্সে আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অন্তঃসত্ত্বা হাতির। বুধবার গভীর রাতে চাপড়ামারি জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাওয়া রেললাইনে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গর্ভবতী হাতিটির। জঙ্গলের মধ্যে নাগরাকাটা থেকে চালসাগামী ওই রেললাইনে, মালগাড়ির ধাক্কায় মারা যায় ওই অসহায় হস্তিনী৷
রেললাইনে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গর্ভবতী হাতিটির (গ্রাফিক্স ছবি)
রেললাইনে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গর্ভবতী হাতিটির (গ্রাফিক্স ছবি)
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আঘাতের অভিঘাত এত তীব্র ছিল যে অন্তঃসত্ত্বা হাতির গর্ভস্থ সন্তানের অকালপ্রসব হয়ে যায়৷ তবে মায়ের সঙ্গে মৃত্যু হয়েছে তার গর্ভস্থ  শাবকেরও৷ বুধবার রাত ২:৫০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে মা হাতি ও তার মৃত শাবকের ময়নাতদন্ত পর্বের পর সৎকার করা হবে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বনদফতরের উচ্চপদস্থ কর্তা এবং পশু চিকিৎসকরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Death of a Pregnant Elephant: ডুয়ার্সে জঙ্গলের মাঝে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত অন্তঃসত্ত্বা হাতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল