আরও পড়ুন: মুছে গেল অভিমান, ফের তৃণমূলে ফিরছেন শোভন? 'দিদি'র সঙ্গে সাক্ষাতেই সব স্পষ্ট
অভিযোগ ড্রেনগুলিতে প্লাস্টিক সহ বর্জ্য পদার্থের পাহাড়৷ কোথাও আবার জল বেরোনর মুখগুলিও বন্ধ। আর দ্বিতীয় কারণ, মার্কেটটি অনেকটাই নীচু। যার জন্যে হাকিমপাড়া, আশ্রমপাড়া, বিধান রোডের জল ঢুকে পড়ে বিধানমার্কেটে। হাই ড্রেন হলেও পুরোটা সম্পন্ন হয়নি। তাই ফি বর্ষায় দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। তাই তাঁরা চান এর একটা সুষ্ঠু ব্যবস্থা হোক। স্থায়ী সমাধান চাইছেন ব্যবসায়ীরা। জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন। যা ব্যবসায়ী সংগঠনের পক্ষে করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
advertisement
সেই বাম আমল থেকেই বিধান মার্কেটের আধুনিকিকরণের প্রস্তাব শোনা যাচ্ছে। রাজ্যে পালা বদলের ১১ বছর পরও সেই তিমিরেই এই মার্কেট।স্থানীয় ব্যবসায়ী বিপ্লব সাহার অভিযোগ, ড্রেনগুলি অপরিষ্কার। তাই এই দুর্দশা। এর আগে এমনটা হয়নি। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, মার্কেট উঁচু না করলে এই দুর্ভোগ পোহাতে হবে। পুরসভাকে এগিয়ে আসতে হবে। সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন কুণ্ডুর দাবি, নিকাশি নালার নিয়মিত সংস্কার প্রয়োজন। অন্যদিকে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, মুখ্যমন্ত্রী নিজেও বিধান মার্কেটের ঐতিহ্য অটুট রাখতে উদ্যোগী। ক্ষমতায় আসার পরই ৫০ কোটি টাকা অনুমোদনও দিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। মাস চারেক হল পুরসভার দায়িত্বে তৃণমূল। পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শুরু করা হবে।