TRENDING:

বেতন, স্থায়ীকরণের দাবিতে শিক্ষকদের মিছিলে অশান্তি, লাঠিচার্জ পুলিশের

Last Updated:

বেতন চালু ও স্থায়ীকরণ-সহ কয়েক দফা দাবিতে মঙ্গলবার উত্তরকন্যা অভিযান করেন বৃত্তিমূলক শিক্ষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বৃত্তিমূলক শিক্ষকদের আন্দোলনে অশান্তি ছড়াল শিলিগুড়ির তিনবাতি এলাকায়। বেতন চালু ও স্থায়ীকরণ-সহ কয়েক দফা দাবিতে মঙ্গলবার উত্তরকন্যা অভিযান করেন বৃত্তিমূলক শিক্ষকরা। নৌকাঘাট থেকে উত্তরকন্যার দিকে এগিয়ে চলে মিছিল। তাতে অংশ নেন উত্তরবঙ্গের সবক’টি জেলার প্রতিনিধিরাই। তিনবাতি মোড়ে তাঁদের মিছিল আটকায় পুলিশ।
advertisement

দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ করেন আন্দোলনকারীরা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় দু’ঘণ্টার অবরোধে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও কয়েকজনকে আটক করা হয়।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বেতন, স্থায়ীকরণের দাবিতে শিক্ষকদের মিছিলে অশান্তি, লাঠিচার্জ পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল