TRENDING:

নকল বিদেশী মদ তৈরির কারখানার হদিস ! বাজেয়াপ্ত লাখ লাখ টাকার জাল মদ !

Last Updated:

বাজেয়াপ্ত প্রায় নয় লক্ষ টাকার জাল বিদেশী মদ এবং মদ তৈরির সরঞ্জাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডালখোলা:  পূর্ব গোয়াগাও এর পর এবার ডালখোলা থানার দীপচার গ্রামে জাল বিদেশী মদের কারখানার হদিশ পেল ডালখোলা থানার পুলিশ। বাজেয়াপ্ত প্রায় নয় লক্ষ টাকার জাল বিদেশী মদ এবং মদ তৈরির সরঞ্জাম। অভিযুক্ত  ননী গোপাল সরকার পলাতক। ডালখোলা থানার পুলিশ ননীগোপাল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
advertisement

গত ২৫ নভেম্বর উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার গোয়াগাও গ্রামে জাল বিদেশী মদের কারখানার হদিশ পেয়েছিল।সেখানেও পুলিশ বাড়ির মালিককে গ্রেফতার করতে পারেনি।গতকাল ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলার থানার দীপচার গ্রামে ননীগোপাল রায় নামে একব্যাক্তির বাড়িতে হানা দিয়ে জাল বিদেশী মদের কারখানার হদিশ পায়। উদ্ধার হয় প্রায় নয় লক্ষ টাকার বিভিন্ন নামী দামী কোম্পানির বিদেশী মদের লেবেল লাগানো মদ।এছাড়াও বিদেশী নামীদামী কোম্পানির লেবেল এবং ছিপি। অভিযুক্ত ননীগোপাল রায়কে গ্রেফতার করতে পারেনি ডালখোলা থানার পুলিশ। ডালখোলা থানার ও সি জানিয়েছেন, বাড়ির মালিক ননীগোপাল রায়ের বিরুদ্ধে নিদৃষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।পুলিশের প্রাথমিক অনুমান, বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় এখানে মদ তৈরি করে বিভিন্ন নামীদামী কোম্পানী লেবেল লাগিয়ে বিহারে পাচার করত।অভিযুক্ত ননীবাবুকে গ্রেফতার করা গেলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

UTTAM PAUL 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নকল বিদেশী মদ তৈরির কারখানার হদিস ! বাজেয়াপ্ত লাখ লাখ টাকার জাল মদ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল