TRENDING:

Siliguri Smart Thief Arrest: বরপক্ষ নয়, কনে পক্ষও না! সেজেগুজে বিয়েবাড়িতে চোর, শিলিগুড়িতে ফাঁদ পেতে ধরল পুলিশ

Last Updated:

পর পর বেশ কয়েকটি অনুষ্ঠানবাড়িতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন হিসেবে মনোজ চৌধুরীকেই চিহ্নিত করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেখলে মনে হবে বিয়ে বাড়ির নিমন্ত্রিত কোনও অতিথি৷ পরনে পরিপাটি পোশাক, চাল চলন দেখেও বিয়ে বাড়ির আর পাঁচ জন অতিথির থেকে আলাদা করা কঠিন৷ অনুষ্ঠান বাড়ির ভিড়ে মিশে থাকা ব্যক্তি বরপক্ষের নাকি কনে পক্ষের, সংকোচ বোধ থেকেই জিজ্ঞেস করতেন না কেউ৷
এভাবেই সেজেগুজে বিয়েবাড়িতে হাজির হত চোর৷
এভাবেই সেজেগুজে বিয়েবাড়িতে হাজির হত চোর৷
advertisement

শেষ পর্যন্ত অবশ্য শিলিগুড়ির একাধিক বিয়ে সহ অনুষ্ঠান বাড়িতে পর পর চুরির ঘটনার অভিযোগ ওঠার পর, এই রহস্যময় অতিথির পরিচয় মিলেছে৷ আসলে বর বা কনে পক্ষ নয়, বিয়ে বাড়ির ভিড়ে মিশে থাকা এই ব্যক্তি আসলে চোর৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মনোজ চৌধুরী৷ পেশায় রাজমিস্ত্রি মনোজ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ঢুকে হাত সাফাই চালাচ্ছিল৷ সুযোগ পেলে হাত সাফাইয়ের সঙ্গে খাওয়া দাওয়াও সেরে নিতে এই চোর৷ বেশ কিছুদিন ধরে এই কারবার চালানোর পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত৷

advertisement

পর পর বেশ কয়েকটি অনুষ্ঠানবাড়িতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন হিসেবে মনোজ চৌধুরীকেই চিহ্নিত করে পুলিশ৷ প্রধাননগরের একটি বিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়৷ এর পর ওই সন্দেহভাজনের ছবি শিলিগুড়ি শহরের অন্যান্য অনুষ্ঠানবাড়িতেও ছড়িয়ে দেয় পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

শেষ পর্যন্ত রবিবার সেবক রোডের একটি বিয়েবাড়িতে ফের হাজির হয় ওই অতিথি রূপী চোর৷ ছবি দেখে তাকে চিনতে পারেন বিয়েবাড়িতে থাকা একজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পানিট্যাঙ্কি থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে৷ জেরায় নিজের দোষও স্বীকার করে নেয় অভিযুক্ত৷ সোমবার তাকে আদালতে পেশ করে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Smart Thief Arrest: বরপক্ষ নয়, কনে পক্ষও না! সেজেগুজে বিয়েবাড়িতে চোর, শিলিগুড়িতে ফাঁদ পেতে ধরল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল