শেষ পর্যন্ত অবশ্য শিলিগুড়ির একাধিক বিয়ে সহ অনুষ্ঠান বাড়িতে পর পর চুরির ঘটনার অভিযোগ ওঠার পর, এই রহস্যময় অতিথির পরিচয় মিলেছে৷ আসলে বর বা কনে পক্ষ নয়, বিয়ে বাড়ির ভিড়ে মিশে থাকা এই ব্যক্তি আসলে চোর৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মনোজ চৌধুরী৷ পেশায় রাজমিস্ত্রি মনোজ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ঢুকে হাত সাফাই চালাচ্ছিল৷ সুযোগ পেলে হাত সাফাইয়ের সঙ্গে খাওয়া দাওয়াও সেরে নিতে এই চোর৷ বেশ কিছুদিন ধরে এই কারবার চালানোর পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত৷
advertisement
পর পর বেশ কয়েকটি অনুষ্ঠানবাড়িতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন হিসেবে মনোজ চৌধুরীকেই চিহ্নিত করে পুলিশ৷ প্রধাননগরের একটি বিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়৷ এর পর ওই সন্দেহভাজনের ছবি শিলিগুড়ি শহরের অন্যান্য অনুষ্ঠানবাড়িতেও ছড়িয়ে দেয় পুলিশ৷
শেষ পর্যন্ত রবিবার সেবক রোডের একটি বিয়েবাড়িতে ফের হাজির হয় ওই অতিথি রূপী চোর৷ ছবি দেখে তাকে চিনতে পারেন বিয়েবাড়িতে থাকা একজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পানিট্যাঙ্কি থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে৷ জেরায় নিজের দোষও স্বীকার করে নেয় অভিযুক্ত৷ সোমবার তাকে আদালতে পেশ করে পুলিশ৷