ধলপাড়া পঞ্চায়েতের উচাগোবিন্দপুর গ্রাম। এখানে তিরিশটি পরিবারের বাস। গ্রামেই ছোট্ট চালাঘরে দুর্গামণ্ডপ। প্রত্যন্ত এলাকার এই পুজো যেন সম্প্রীতির এক অনবদ্য নিদর্শন। ভৌগলিক সীমারেখা ভুলে শারদোৎসবে দুই বাংলার হৃদয় এক হয়ে যায়। জাতি-ধর্ম নির্বিশেষে এ পারের দুর্গাপুজোয় যোগ দেন ওপার বাংলার মানুষ।
বাংলাদেশের বাসুপাড়া, চণ্ডিপুর, চৌঘরা দামোদরপুর, রামচন্দ্রপুর, ঘাসুরিয়া-সহ সীমান্তবর্তী গ্রামের মানুষ চলে আসেন দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের উচাগোবিন্দপুর গ্রামে। পুজোর আয়োজনে তাঁরা সামিল হন।
advertisement
উচাগোবিন্দপুরের পুজো ৬৪ বছরে পা দিল। প্রতি বছর পুজোর চারদিন এখানে মেলা বসে। জাঁকজমক না থাকলেও, দুই দেশের মানুষ ভেদাভেদ ভুলে এই পুজোর সঙ্গে একাত্ম হয়ে যান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2017 4:59 PM IST