TRENDING:

New Government Bus Routes: বাস নিয়ে ভোগান্তি শেষ! নানা জায়গায় বাড়ছে সরকারি বাস! আপনার রুটের কী হাল দেখে নিন এখনই

Last Updated:

Kolkata New Government Bus Routes: সকাল ন'টা থেকে সকাল সাড়ে দশটা এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা এই সময়ে বাস চলাচলের সময় ৩০ বা ২০ মিনিটের বদলে ১৫ ও ১০ মিনিট অন্তর করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৪৫ বাস বেশি নামিয়েছে। রায়গঞ্জ-মালদা, ইসলামপুর-শিলিগুড়ি, রায়গঞ্জ-বালুরঘাট, বালুরঘাট-মালদা, শিলিগুড়ি-ফালাকাটা, কোচবিহার-জলপাইগুড়ি, কোচবিহার-মাথাভাঙ্গা মুলত এই সব রুটে বাস বেশি চালানো হচ্ছে।
৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর
৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর
advertisement

সকাল ন’টা থেকে সকাল সাড়ে দশটা এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা এই সময়ে বাস চলাচলের সময় ৩০ বা ২০ মিনিটের বদলে ১৫ ও ১০ মিনিট অন্তর করা হচ্ছে। ধাপে ধাপে ১০০ বাস তারা রাস্তায় বেশি নামাতে পারবে। যদি চালক চলে আসে।

হাওড়ায় যদিও সকাল থেকে বাসের চিত্রটা অন্য রকম। সরকারি বাস আছে। তবে গন্তব্যের বাস ধরতে কখনও কুড়ি মিনিট, আবার কখনও আধ ঘণ্টাও দাঁড়াতে হবে। টালিগঞ্জে একাধিক রুটের সরকারি বাস যাতায়াত করে। তবে বাইপাস বা সল্টলেক,নিউ টাউনে যেতে অপেক্ষা নিত্যযাত্রীদের রোজনামচা। পরিবহন মন্ত্রী পথে নামলেও পরিস্থিতিটা এক সকালেই বদলে যায়নি। টালিগঞ্জের মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের।

advertisement

পরিবহন মন্ত্রীর তৎপরতার পরেও রাস্তায় অমিল সরকারি বাস। সকাল  সাড়ে ১০টায় এক্সইড মোড়ে বেসরকারি বাসের তুলনায় নামমাত্র সরকারি বাস চলছ রাস্তায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইতিমধ্যেই সোমবার থেকে নিউটাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। যা আগে ছিল মাত্র ১০৮। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইডের মতো অঞ্চলে। এখানেই বিশেষ ট্রিপ থাকতে চলেছে ২৪ টি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
New Government Bus Routes: বাস নিয়ে ভোগান্তি শেষ! নানা জায়গায় বাড়ছে সরকারি বাস! আপনার রুটের কী হাল দেখে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল