সকাল ন’টা থেকে সকাল সাড়ে দশটা এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা এই সময়ে বাস চলাচলের সময় ৩০ বা ২০ মিনিটের বদলে ১৫ ও ১০ মিনিট অন্তর করা হচ্ছে। ধাপে ধাপে ১০০ বাস তারা রাস্তায় বেশি নামাতে পারবে। যদি চালক চলে আসে।
হাওড়ায় যদিও সকাল থেকে বাসের চিত্রটা অন্য রকম। সরকারি বাস আছে। তবে গন্তব্যের বাস ধরতে কখনও কুড়ি মিনিট, আবার কখনও আধ ঘণ্টাও দাঁড়াতে হবে। টালিগঞ্জে একাধিক রুটের সরকারি বাস যাতায়াত করে। তবে বাইপাস বা সল্টলেক,নিউ টাউনে যেতে অপেক্ষা নিত্যযাত্রীদের রোজনামচা। পরিবহন মন্ত্রী পথে নামলেও পরিস্থিতিটা এক সকালেই বদলে যায়নি। টালিগঞ্জের মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের।
advertisement
পরিবহন মন্ত্রীর তৎপরতার পরেও রাস্তায় অমিল সরকারি বাস। সকাল সাড়ে ১০টায় এক্সইড মোড়ে বেসরকারি বাসের তুলনায় নামমাত্র সরকারি বাস চলছ রাস্তায়।
ইতিমধ্যেই সোমবার থেকে নিউটাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। যা আগে ছিল মাত্র ১০৮। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইডের মতো অঞ্চলে। এখানেই বিশেষ ট্রিপ থাকতে চলেছে ২৪ টি।