আরও পড়ুন: নাগেরবাজারের অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে
অন্য দিকে, ১০ নম্বর জাতীয় সড়কে নিত্যদিনের ধস নামার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আবেদন সিকিম সরকারের। ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা এনএইচআইডিসিএলকে এই আবেদনই জানানো হয়েছে সিকিম সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: দায়িত্ব নেওয়ার আগেই গম্ভীরকে ধাক্কা দিল বোর্ড, পেলেন না পছন্দের ফিল্ডিং এবং বোলিং কোচ
advertisement
সেবক থেকে গ্যাংটক অবধি ৯২ কিমি দীর্ঘ এই ১০ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা উত্তরবঙ্গ এবং সিকিমের যোগাযোগের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ৯২ কিমি রাস্তার মধ্যে সিকিম পূর্ত দফতর দেখে ১০ কিমি। এনএইচআইডিসিএল দেখে ৩০ কিমি, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পূর্ত দফতর দেখে ৫২ কিমি। এই রাস্তার বাংলার অংশে ৭০ শতাংশ এলাকায় জাতীয় সড়কের পাশে রয়েছে তিস্তা নদী। এনএইচআইডিসিএল এই রাস্তার দায়িত্ব নিলে রাস্তা সংস্কারে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।