বনদফতর সূত্রে খবর, বনকর্মীদের ব্যস্ততার সুযোগ নিয়ে এই চক্র বিভিন্ন আসবাবপত্রের দোকানে কম দামে মূল্যবান কাঠ পাচার করত। আপাতত ৩ লক্ষ টাকার কাঠ উদ্ধার হলেও এর পরিমাণ আরও বাড়বে বলে অনুমান। ধৃত সঞ্জীত রাই, সবুজ বর্মণ, সুরত বর্মণ ও প্রকাশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
সাতসকালে জনবসতিপূর্ণ এলাকায় আসে দলছুট হাতি। যার জেরে অতিষ্ঠ বাগডোগরা। হাতি দেখতে পেয়েই আতঙ্কে শুরু হয় এলাকাবাসীর মধ্যে। গভীর রাতে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল, এমনটাই অনুমান বনদফতরের। ঘটনার নিয়ন্ত্রণে আসে বাগডোগরা বনদফতর ও বাগডোগরা থানার পুলিশ। হাতি দেখতে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে শুরু হয় মাইকিং।
বনদফতর সূত্রে খবর, জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিরাপদে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে গোটা এলাকা কর্ডন করে ঘেরা হয়েছে। তবে এলাকায় হাতি দেখতে পেয়ে তুমুল আতঙ্ক শুরু হয়েছে।
