TRENDING:

Arrest: গাছ কেটে চলছিল অবাধ পাচার! ৩ লক্ষ টাকার কাঠ-সহ গ্রেফতার ৪

Last Updated:

আপাতত ৩ লক্ষ টাকার কাঠ উদ্ধার হলেও এর পরিমাণ আরও বাড়বে বলে অনুমান। ধৃত সঞ্জীত রাই, সবুজ বর্মণ, সুরত বর্মণ ও প্রকাশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: হাতি গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে ব্যস্ত ছিলেন বনকর্মীরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল থেকে গাছ কেটে চলছিল কাঠ পাচার। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ায় হানা দিয়ে ৩লক্ষ টাকার চেরাই কাঠ সহ গ্রেফতার হল ৪ পাচারকারী। ধৃতদের থেকে ৩ লক্ষ টাকার কাঠ-সহ একটি চারচাকা ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বাগডোগরা বনদফতর।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বনদফতর সূত্রে খবর, বনকর্মীদের ব্যস্ততার সুযোগ নিয়ে এই চক্র বিভিন্ন আসবাবপত্রের দোকানে কম দামে মূল্যবান কাঠ পাচার করত। আপাতত ৩ লক্ষ টাকার কাঠ উদ্ধার হলেও এর পরিমাণ আরও বাড়বে বলে অনুমান। ধৃত সঞ্জীত রাই, সবুজ বর্মণ, সুরত বর্মণ ও প্রকাশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

advertisement

সাতসকালে জনবসতিপূর্ণ এলাকায় আসে দলছুট হাতি। যার জেরে অতিষ্ঠ বাগডোগরা। হাতি দেখতে পেয়েই আতঙ্কে শুরু হয় এলাকাবাসীর মধ্যে। গভীর রাতে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল, এমনটাই অনুমান বনদফতরের। ঘটনার নিয়ন্ত্রণে আসে বাগডোগরা বনদফতর ও বাগডোগরা থানার পুলিশ। হাতি দেখতে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে শুরু হয় মাইকিং।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনদফতর সূত্রে খবর, জনবসতিপূর্ণ এলাকা হ‌ওয়ায় নিরাপদে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে গোটা এলাকা কর্ডন করে ঘেরা হয়েছে। তবে এলাকায় হাতি দেখতে পেয়ে তুমুল আতঙ্ক শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Arrest: গাছ কেটে চলছিল অবাধ পাচার! ৩ লক্ষ টাকার কাঠ-সহ গ্রেফতার ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল