ওপার বাংলায় পূর্বপুরুষদের দুর্গা পুজোর নিয়ম নিষ্ঠায় এতটুকু ভাঁটা পড়েনি এপার বাংলাতেও। আশি বছর আগে ওপার বাংলা থেকে চলে আসতে হয় ওই শিকদার পরিবারকে। তার পর থেকেই স্থায়ী ঠিকানা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর। বহু পুরনো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় এই শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও।পুজোর আগে সিন্ধুক থেকে বের হয় প্রাচীন কালের অস্ত্র, মূর্তি গুলি। যা পুজোর সময় ঠাকুর দালানে রাখা থাকে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে, বাংলাদেশে শিকদার বাড়িতে প্ৰথম এই পুজো শুরু হয়েছিল। তারপর থেকে প্রাচীন রীতি মেনে আজও পুজোর রেওয়াজ ধরে রেখেছেন শিকদার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, প্রতিমা প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়, এবং কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয়।এলাকার প্রায় এক দেড়শ মানুষ ওই প্রতিমা আনার দিন সামিল হন। ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মন্ডপে নিয়ম করে রাখা হয় ইতিহাসকে সাক্ষী রাখতে।
advertisement
শিকদার পরিবারের এই দুর্গা পুজোর দায়িত্ব বর্তমানে পালন করেন রণজিৎ শিকদার। তিনি জানান, “নিয়ম মেনে এই পুজো হয়। আমাদের পুরনো দিনের ঐতিহ্য সকলের সামনে তুলে ধরি। এই পুরনো অস্ত্র, মূর্তি দেখে মানুষ এর ইতিহাস জানতে চায়, যা আমাদের কাছে এক ভাললাগার বিষয়।”