জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানী এলাকার বাসিন্দা মজিরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না বেগম গত ২৯ মে বাড়িতেই এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটিকে জন্মের পরই সঙ্কটজনক অবস্থায় ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের SNCU-তে ইউনিটে ভর্তি করা হয়। দায়িত্ব নেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র। অত্যন্ত কম ওজনের এই শিশুটিকে সুস্থ করে তোলাই ছিল চিকিৎসকদের কাছে এক বড় চ্যালেঞ্জ। প্রায় তিন মাস ধরে চিকিৎসক ও নার্সদের যত্নে ধীরে ধীরে শক্তি ফিরে পায় নবজাতক। বুধবার মায়ের হাতে তুলে দেওয়ার সময় শিশুটির ওজন দাঁড়ায় ১ কেজি ৫০ গ্রাম।
advertisement
আরও পড়ুনঃ সাদা পাউডারের মতো দেখতে ওটা কী? ভিড় বাসে বিস্ফোরক… ঘাড় ধরে নামানো হল ৪ জনকে
চিকিৎসক মহলের দাবি, এত কম ওজনের প্রিম্যাচিওর শিশুকে সুস্থ করে তোলা নিঃসন্দেহে বিরল সাফল্য। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা যেমন খুশি, তেমনি নবজাতককে বুকে জড়িয়ে আনন্দিত বাবা-মা ও পরিবার।