TRENDING:

এ যেন মিরাকেল! ৭০০ গ্রামের প্রিম্যাচিওর শিশুর বাঁচার আশা ছিল শূন্য, প্রাণ ফেরালেন সাক্ষাৎ 'ধন্বন্তরি'

Last Updated:

জন্মের সময় ওজন ছিল মাত্র ৬৯০ গ্রাম। এমন অবস্থায় বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ মাত্র সাত মাসেই জন্ম নিল এক কন্যাশিশু। জন্মের সময় ওজন ছিল মাত্র ৬৯০ গ্রাম। এমন অবস্থায় বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্য। তবুও চিকিৎসক ও নার্সিং স্টাফদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরল সেই নবজাতক।
ইসলামপুরে অকালজাত শিশুকে সুস্থ করে তুললেন চিকিৎসক
ইসলামপুরে অকালজাত শিশুকে সুস্থ করে তুললেন চিকিৎসক
advertisement

জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানী এলাকার বাসিন্দা মজিরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না বেগম গত ২৯ মে বাড়িতেই এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটিকে জন্মের পরই সঙ্কটজনক অবস্থায় ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের SNCU-তে ইউনিটে ভর্তি করা হয়। দায়িত্ব নেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র। অত্যন্ত কম ওজনের এই শিশুটিকে সুস্থ করে তোলাই ছিল চিকিৎসকদের কাছে এক বড় চ্যালেঞ্জ। প্রায় তিন মাস ধরে চিকিৎসক ও নার্সদের যত্নে ধীরে ধীরে শক্তি ফিরে পায় নবজাতক। বুধবার মায়ের হাতে তুলে দেওয়ার সময় শিশুটির ওজন দাঁড়ায় ১ কেজি ৫০ গ্রাম।

advertisement

আরও পড়ুনঃ  সাদা পাউডারের মতো দেখতে ওটা কী? ভিড় বাসে বিস্ফোরক… ঘাড় ধরে নামানো হল ৪ জনকে

চিকিৎসক মহলের দাবি, এত কম ওজনের প্রিম্যাচিওর শিশুকে সুস্থ করে তোলা নিঃসন্দেহে বিরল সাফল্য। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা যেমন খুশি, তেমনি নবজাতককে বুকে জড়িয়ে আনন্দিত বাবা-মা ও পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এ যেন মিরাকেল! ৭০০ গ্রামের প্রিম্যাচিওর শিশুর বাঁচার আশা ছিল শূন্য, প্রাণ ফেরালেন সাক্ষাৎ 'ধন্বন্তরি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল