জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চোপড়ার এক হোটেলে আব্দুল সাত্তারকে প্রাণে মেরে দেওয়ার ছক কষেন কিছু যুবক। সেই সময় সাকির আলি নামে এক যুবক এই কাজ করতে অস্বীকার করেন। এতে ঝামেলার সৃষ্টি হয়। এরপর বাকি যুবকরা সাকিরকে বেধড়ক মারধর করেন। কোনও ভাবে সেখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে যান তিনি।
আরও পড়ুনঃ লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ! গ্রেফতার করল পুলিশ, এই ব্যক্তি কে জানেন?
advertisement
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারকে জানান তিনি। এরপর সাকিরকে নিয়ে এদিন সন্ধ্যায় চোপড়া থানায় অভিযোগ জানাতে যায় আব্দুল সাত্তার।
অভিযোগ জানিয়ে ফেরার সময় চোপড়ার তিস্তা মোড় এলাকায় কিছু দুষ্কৃতী আব্দুল সাত্তারের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কারণ নাকি অন্য কোনও বিষয়, সমস্ত দিক খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ।