TRENDING:

এবার প্লাস্টিক এর ডিমের সন্ধান মিলল আলিপুরদুয়ারে

Last Updated:

এবার প্লাস্টিক এর ডিমের সন্ধান মিলল আলিপুরদুয়ারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: এবার প্লাস্টিক এর ডিমের সন্ধান মিলল আলিপুরদুয়ারে।১২ নং ওয়ার্ডের একটি দোকান থেকে ডিম কিনে হতবাক এক পরিবার।এলাকায় চাঞ্চল্য।এদিন ১২ নং ওয়ার্ডের শংকর দাস নামের এক দোকানদারের কাছ থেকে অনেকে ডিম কিনে নিয়ে যান।
advertisement

এর মধ্যে শ্যামলী বিশ্বাস নামের এক মহিলা ৪ টি ডিম কেনেন।কিন্তু ২ টা ডিম ই প্লাসটিক এর ডিম বের হয়।তিনি ওই প্লাসটিক এর ডিম দোকানে নিয়ে আসেন।শুরু হয় চাঞ্চল্য।লোকজন জড়ো হয়।ছুটে আসেন আলিপুরদুয়ার পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার দীপ্ত চ্যাটার্জী।তিনি কথা বলেন ওই দোকানদারের সাথে।পাশাপাশি তিনি বিষয়টি জেলাশাসক দেবীপ্রসাদ করণম কে ফোন করে জানান।অবিলম্বে এর প্রতি ব্যাবস্থা নেওয়া দরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি বলেন,জেলাশাসক কে জানালাম।প্রশাসন বিষয় টি দেখবে।অন্ধ্রপ্রদেশ থেকে ডিমের গাড়ি আলিপুরদুয়ারে প্রতিদিন আসছে।প্রশাসনের জরুরী ভাবে দেখা দরকার।প্লাসটিক এর ডিম আলিপুরদুয়ার ছেঁয়ে গেছে।এটা খুব ভয়ের।স্থানীয় বাসিন্দা অপর্ণা অধিকারী বলেন আমরা কি করে চিনব কোনটা আসল আর কোনটা নকল । আমাদের ভয় হয় বাচ্চাদের জন্য । এ ব্যাপারে প্রশাসনের দেখা উচিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এবার প্লাস্টিক এর ডিমের সন্ধান মিলল আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল