TRENDING:

মর্গে কাজের জন্য চাই লোক, আবেদন করলেন পিএইচডি-এমফিল ডিগ্রীধারীরা !

Last Updated:

যেভাবেই হোক, যেখানেই হোক চাকরি একটা চাই ! তা যেকোনও কাজই হোক না কেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: যেভাবেই হোক, যেখানেই হোক চাকরি একটা চাই ! তা যেকোনও কাজই হোক না কেন ৷ সবেতে আছি ! একের পর এক আবেদন পত্র৷ কেউ এম এ, কেউ এমএসসি, কেউ ডবল এমএ, এমকম, তো কেউ কেউ আবার এমফিল পিএইচডি ৷ আর এরা সবাই আবেদন করেছেন মর্গে কাজ করার জন্য ! মৃতদেহ ব্যবচ্ছেদের সময়, ডাক্তারকে সাহায্য করতে হবে, ট্রে থেকে বার করে আনতে হবে মৃতদেহ ৷ এরকমই গ্রুপ ডি পদে চাকরি পাওয়ার আশায় আবেদন করেছেন পিএইচডি গবেষক থেকে ডবল এমএ, এমফিল করা প্রার্থীরাও ৷
advertisement

চাকরির আকাল এরকমই ৷ আর তা নজরে এল মালদহ মেডিক্যাল কলেজে গ্রুপ ডি পদে জমা পড়া আবেদন পত্রে ৷ চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, অষ্টম শ্রেণির যোগ্যতা মান চেয়েছিল কর্তৃপক্ষ ৷ আবেদন বাছাই করতে গিয়ে বিভ্রান্ত কর্তৃপক্ষ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

মালদহ মেডিক্যালের সহ অধ্যক্ষ অমিত দাঁ জানিয়েছেন, ‘মেডিক্যাল পড়ুয়াদের জন্য শব ব্যবচ্ছেদের কাজে সহায়তা করার দু’জন লোক দরকার। আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। দেখছি, ডবল এমএ, এমফিল, পিএইচডি-রাও সেই গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন। এটা বিস্ময়কর হলেও এর কারণ কী, সেটা বলতে পারব না। নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মর্গে কাজের জন্য চাই লোক, আবেদন করলেন পিএইচডি-এমফিল ডিগ্রীধারীরা !