চাকরির আকাল এরকমই ৷ আর তা নজরে এল মালদহ মেডিক্যাল কলেজে গ্রুপ ডি পদে জমা পড়া আবেদন পত্রে ৷ চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, অষ্টম শ্রেণির যোগ্যতা মান চেয়েছিল কর্তৃপক্ষ ৷ আবেদন বাছাই করতে গিয়ে বিভ্রান্ত কর্তৃপক্ষ ৷
মালদহ মেডিক্যালের সহ অধ্যক্ষ অমিত দাঁ জানিয়েছেন, ‘মেডিক্যাল পড়ুয়াদের জন্য শব ব্যবচ্ছেদের কাজে সহায়তা করার দু’জন লোক দরকার। আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। দেখছি, ডবল এমএ, এমফিল, পিএইচডি-রাও সেই গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন। এটা বিস্ময়কর হলেও এর কারণ কী, সেটা বলতে পারব না। নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2017 7:22 PM IST