তৃনমূল যুবকংগ্রেস জলপাইগুড়ি জেলাকমিটির সম্পাদক দেবার্ঘ চৌধূরীর নেতৃত্বে এদিন তারা তৃনমূলে যোগ দেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূল যুব কংগ্রেস জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী, তৃনমূলের জেলা সহ সভাপতি অশোক বর্মন ও মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সীমাচৌধূরী ।
এছারাও শনিবার এই সভা মঞ্চ থেকে এস এফ আই জলপাইগুড়ি জেলাকমিটির সদস্য ও ডিওয়াইএফআই এর জোনাল কমিটির নেতাও তৃনমূলে যোগ দেন । এই যোগ দানের মধ্য দিয়ে তৃনমূল যুব কংগ্রেস আগামি পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল । তৃনমূলে যোগদানের পর প্রত্যেক কর্মী জানান মূখ্যমন্ত্রীর কাজে অনুপ্রানীত হয়েই তারা তৃনমূলে যোগদান করলেন ।
advertisement
দু’দিন আগেই মুর্শিদাবাদ জেলা পরিষদের ১০ বিরোধী সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় মুর্শিদাবাদেও ফুটেছে জোড়াফুল ৷ এক লাফে ম্যাজিক ফিগার টপকে জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পেয়েছে তৃণমূল ৷ মুর্শিদাবাদ জেলা পরিষদের দখল নিয়েছে তৃণমূল ৷
মালদা, জলপাইগুড়ির পর অধীরের মুর্শিদাবাদ জেলা পরিষদেও থাবা বসিয়ে দিয়েছে তৃণমূল ৷ অন্যদিকে ভরতপুর পঞ্চায়েতও দখল করেছে তৃণমূল ৷