পার্থ প্রতিম সরকার: উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে সাধারণ মানুষদের মধ্যে আলাদা কৌতূহল দেখা যায়। কেননা বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরতে আসেন। আর এসবের দিকে তাকিয়েই বৃহস্পতিবার কেমন কাটবে উত্তরবঙ্গের ১১ জেলার আবহাওয়া, তা নিয়েই এসে গেল মেগা আপডেট।
advertisement
শিলিগুড়ির আকাশ যেদিন পরিষ্কার থাকলেও হালকা মেঘের সঙ্গে ভ্যাপসা গরম থাকবে। তবে পাহাড়ের দিকে উঠলে দেখা যাবে কালিম্পংয়ের আকাশ মেঘলা আর দার্জিলিংয়ের আকাশ পরিষ্কার। দার্জিলিংয়ে মনোরম আবহাওয়া থাকলেও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
জলপাইগুড়ির আকাশ পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর, অন্যদিকে ডুয়ার্সের আকাশ ও পরিষ্কার থাকবে।
আলিপুরদুয়ারের আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর । একইভাবে কোচবিহারের আকাশ ও মেঘলা থাকবে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস।
advertisement
উত্তর দিনাজপুরের আকাশ পরীক্ষার থাকবে বলে জানা যাচ্ছে। একইভাবে দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস মিলেছে আবহাওয়া অফিসের তরফে।
advertisement
ইসলামপুর ও গঙ্গারামপুরের আকাশ ও পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। মোটের উপর বৃহস্পতিবার উত্তরবঙ্গের এই ১১ জেলার অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকবে। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 1:09 PM IST